২৯ অক্টো, ২০১৩

কবিতা - মৌ সেন

খেদজন্ম
মৌ সেন



এপাড়া ও বেপাড়ার মাঝে বয়ে যাচ্ছে হিমালয়.
রূপোর পাত্রে পরমান্ন খাচ্ছি .
তোমার ঘরের চালে খড় ছাওয়া হয়নি এ বছর .
আসছে বছরে সাত কাহন খড় বরাদ্দ
গতজন্মের খুদের দাম মেটাতে .
নৌকার সাদা পাল ছিড়ে গেছে.
ছুঁচ নিয়ে দাঁড়িয়েছি পাহাড়ের পাদদেশে .
এ জন্মে সুতো নিয়ে চলে গেছে ময়দানব ,
এ জন্মে বিনিদ্র রাত ,
এ জন্মে রক্তের দ্রুত নীল রং ,
এ জন্মে আকাশের দিকে মাঝ রাতে মুখ তুলে
করুণ সুরে বুক ফাটা আর্তনাদ.
'দা ...দা... আমি বাঁচতে চাই'

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন