২৯ অক্টো, ২০১৩

দীর্ঘ কবিতা - সঞ্জয় চ্যাটার্জ্জী

প্রমত্ততা
সঞ্জয় চ্যাটার্জ্জী



আহ ! এক ঢোঁক খেলাম,
হমমম, বেশ তিক্ততা আছে।
যাক, এবার তাহলে কাজ হবে।
আয়েশ করে পা ছড়িয়ে বসি,
মনে স্ফূর্তি নিয়ে আসি...
এক, দুই, তিন...পাঁচ...আট...দশ...
উঁহু ! হচ্ছে না তো কাজ !!
জলটা বেশি হয়ে গেছে মনে হয় !
এবার একটু বেশি মেশাই,
হ্যাঁ, ঠিক আছে।
বেশ কড়া লাগছে তো !
এবার ঠিক দাওয়াই হয়েছে !
এক, দুই, তিন...পাঁচ...আট...দশ...
টিক-টিক-টিক-টিক-
ঘড়ির কাঁটা ঘুরেই চলেছে,
আরে ! কাজ হবে কখন !
নাহ ! এভাবে হবে না !
পুরো বোতলটাই ঢালতে হবে !
ঢোঁক, ঢোঁক, ঢোঁক, ঢোঁক-
এবার হবে ! হতেই হবে !
হমমম, বেশ তো,
মাথাটা যেন - মাথাটা যেন কেমন ঘুরছে না...??!!
চোখটা কেমন যেন ঝাপসা !
হা ! হা ! হা ! হা ! কি বলেছিলাম?
বলেছিলাম না, হবেই কাজ !
দ্যাখ, দ্যাখ কেমন কাজ হচ্ছে !
এবার বল ! তখন তো খুব বলেছিলি !
কেমন ! দেখিয়ে দিলাম তো !
গেলাম তো ভুলে তোর কথা !
দিলাম তো, দিলাম তো তোকে,
স্মৃতির আবর্জনা থেকে দূরে ঠেলে !!
এক, দুই, তিন...পাঁচ...আট...দশ...
কিন্তু একি ! একি হচ্ছে !
আমার বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তুই নাচ্ছিস কেন ??
তোকে তো দূর করে দিয়েছি আমি,
স্মৃতির ঘর থেকে চিরতরে !
তবে কেন আমায় ঘিরে ঘিরে তুই নাচ্ছিস??
কেন এখনো আমার রাজপ্রাসাদে,
মাথায় সরতাজ পড়ে তুই আছিস বসে,
আমার মনের সিংহাসনে?
কেন এখনো তোর বাহু দুটি মেলে,
ডাকছিস তোর বুকের সুধার মাঝে?
ভেবেছিস কি? আমি যাব তোর কাছে?
আবার তোকে জড়িয়ে ধরে, মুখ চুম্বন করবো?
আবার তোর ঐ সর্বনাশী চোখের তারায়,
ডুববো দিবা নিশি?
আবার সেই চেনা নাম ধরে,
ডাকব অনুক্ষণ?
তার চেয়ে আমি ডুবে যাব আরও,
সেই মাদক লাল জলে,
আমি ডুবে যাব আরও,
ডুবে যাব আরও, সেই বিষ সলিলে !!
কিন্তু একি?!!
যত বার ভাবি ভুলে যাব আমি,
তুই এসে দানা বাঁধিস এই মনে !
আমি যত ডুবি এই মাদক নেশায়,
তুই ভেসে উঠিস দু নয়নে !
তবে কি ! তবে কি
এই মদের থেকেও, তুই নেশাতুরা?...!!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন