২৯ অক্টো, ২০১৩

কবিতা - রাজর্ষি ঘোষ

আগমনীঃ দেবলীনার কথা
রাজর্ষি ঘোষ



আগের পূজোয় যখন দেবলীনার বাবা বিসর্জন গেলেন
নিমতলার এক কোণে বসে খুব হেসেছি আমি।
হেসেছি... কারণ হাসা ছাড়া কিছু করার ছিল না।

একটার পর একটা লাশ হালকা হিমেল রাতে টাটকা পুড়েছে শ্মশানের কোলে।
পাটকাঠি মৃত্যুর ব্যবসায় দশভূজা ধুয়ে গেলেন আলতো গভীরে।
মা ভৈঃ জলে সেদিন সেকি টান।
পট পট করে নাড়ি ছিঁড়ে গেল চোখের সামনে।
আমি কাঁদতে পারি নি।

একটা ক্লান্ত নিঃশ্বাস বলেছিল ওকে জড়িয়ে ধর।
আমি বুকে নদীর এঁটো জল টেনে নিয়েছি
আর চোখ না মোছার ছলে বারবার হেসে বলেছি
এই দেখ কেমন জোকার সাজতে পারি আমি।

দেবলীনা আমার ছিল না। 
 
 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন