এই সব শরৎ - আমার অরুন আলোর অঞ্জলী
অনুপ দত্ত
নিপুন শিল্পীর মতো সেতার
মহিমা গড়েছে পর্যাবরনে
সে আমার শরৎ ৷
সবকিছু ছুঁয়ে যাওয়া যেন চিত্রবৎ
বসে আছি স্থিরচিত্র আকাশ
সে আমার শরৎ ৷
মায়াজালে ভেসে গেছে যেন
পরিযায়ী পাখী আসে বারবার
সে আমার শরৎ ৷
পুর্বপুরুষ আমার ভিটেমাটি
যা কিছু আছে সেসব পরশে থাকে
সে আমার শরৎ ৷
যেন ঝিনুকের পেটে শুয়ে থাকে
ভ্রুনশুষে ঘুমন্ত মুক্তোমনি
সে আমার শরৎ ৷
রুলটানা কাগজ জুড়ে ভেসে থাকে
প্রেমের অজস্র কবিতা ভালবাসা
সে আমার শরৎ ৷
নিপুন শিল্পী হাতে আঁকা থাকে
বিনোদবিহারী অপারবিস্ময়
সে আমারশ রৎ ৷
রাত্রি গর্ভ থেকে অসংখ্য জোনাক এসে
জ্বালায় সারারাত নীল সবুজের বাতি
সে আমার শরৎ ৷
ধানসিঁড়ি নদীটির তীরে
অসুর বিদায়ী ঘাতে শারদীয়া মা আমার
সে আমার শরৎ ৷
এইসব শরৎ আমার অরুন আলোর অঞ্জলী
নিপুন শিল্পীর মতো সেতার
মহিমা গড়েছে পর্যাবরনে
সে আমার শরৎ ৷
সবকিছু ছুঁয়ে যাওয়া যেন চিত্রবৎ
বসে আছি স্থিরচিত্র আকাশ
সে আমার শরৎ ৷
মায়াজালে ভেসে গেছে যেন
পরিযায়ী পাখী আসে বারবার
সে আমার শরৎ ৷
পুর্বপুরুষ আমার ভিটেমাটি
যা কিছু আছে সেসব পরশে থাকে
সে আমার শরৎ ৷
যেন ঝিনুকের পেটে শুয়ে থাকে
ভ্রুনশুষে ঘুমন্ত মুক্তোমনি
সে আমার শরৎ ৷
রুলটানা কাগজ জুড়ে ভেসে থাকে
প্রেমের অজস্র কবিতা ভালবাসা
সে আমার শরৎ ৷
নিপুন শিল্পী হাতে আঁকা থাকে
বিনোদবিহারী অপারবিস্ময়
সে আমারশ রৎ ৷
রাত্রি গর্ভ থেকে অসংখ্য জোনাক এসে
জ্বালায় সারারাত নীল সবুজের বাতি
সে আমার শরৎ ৷
ধানসিঁড়ি নদীটির তীরে
অসুর বিদায়ী ঘাতে শারদীয়া মা আমার
সে আমার শরৎ ৷
এইসব শরৎ আমার অরুন আলোর অঞ্জলী
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন