ভালবাসার চোখ
গৌতম চট্টোপাধ্যায়
যা রে পাগলি,
তোকে আজ মুক্তি দিলাম ধোঁওয়ার গোলায়;
তোর গোলাকৃতি মন কাড়েনি,
স্লিম সিগারেটেই আমি তুষ্ট।
মরা কান্না ন্যাকামো খেলায়,পদক তোর প্রাপ্য।
হাথ কাটবি?ব্লেড আনবো?
পৌরুষ অহঙ্কারে রক্ত সয় ধাঁতে।
পাগলামি তো ঢের জানা আছে,
লক-লক করে অন্য নাগর জড়াবি।
ভালবাসার নামে নিষ্প্রাণ ছোঁয়াছুই,
ঘুঁটি রূপে ফরমাস পালন করি।।
যা রে পাগলি,
তোকে আজ মুক্তি দিলাম ধোঁওয়ার গোলায়;
তোর গোলাকৃতি মন কাড়েনি,
স্লিম সিগারেটেই আমি তুষ্ট।
মরা কান্না ন্যাকামো খেলায়,পদক তোর প্রাপ্য।
হাথ কাটবি?ব্লেড আনবো?
পৌরুষ অহঙ্কারে রক্ত সয় ধাঁতে।
পাগলামি তো ঢের জানা আছে,
লক-লক করে অন্য নাগর জড়াবি।
ভালবাসার নামে নিষ্প্রাণ ছোঁয়াছুই,
ঘুঁটি রূপে ফরমাস পালন করি।।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন