১ অক্টো, ২০১৩

কবিতা - ঋতুপর্ণা সরকার

শারদীয়া
ঋতুপর্ণা সরকার



আজকাল দুর্গা মণ্ডপ ছেড়ে এসেছেন পত্রিকার প্রচ্ছদে।
ডাকের সাজ ছেড়ে পরেছেন সংক্ষিপ্ত বস্ত্র,
কেশরাশিতে আজ আধুনিক আকার
ত্রিনয়নে লাস্য,
উন্মুক্ত নাভি আজ নীলপদ্মে ঢাকা ঈষৎ!
সিংহস্থা রূপের বদলে আজ ভঙ্গীতে বিভঙ্গ!
দুর্গা আজ আইটেম হলেন।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন