বিরাশী প্রহর
হরি শংকর রায়
তোমার জন্য
এক এক করে বিরাশী প্রহর অপেক্ষা
প্রহরগুলো দিন থেকে রাত
অতঃপর বছর হবে
না হয় এভাবেই কাটবে জীবন,
তবুও অপেক্ষা তোমার জন্য বিরাশী প্রহর।
সুদূর নক্ষত্রের ক্ষীণালোক জ্বেলে
চেয়ে যাবো অসীম।
গ্যালাক্সির পথে হাঁটতে হাঁটতে... ... ..
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বো
ও পথেই।
আবার জেগে উঠবো
শরতের সাদা মেঘে, কাশ ফুলে
স্বপ্ন ভেঙে... ... ...
শুধু অপেক্ষা তোমার জন্য।
যত দূরেই থাকো... আলোকবর্ষ, যোজন-যোজন দূর
তবুও অপেক্ষা আমার
বিরাশী প্রহর।
তোমার জন্য
এক এক করে বিরাশী প্রহর অপেক্ষা
প্রহরগুলো দিন থেকে রাত
অতঃপর বছর হবে
না হয় এভাবেই কাটবে জীবন,
তবুও অপেক্ষা তোমার জন্য বিরাশী প্রহর।
সুদূর নক্ষত্রের ক্ষীণালোক জ্বেলে
চেয়ে যাবো অসীম।
গ্যালাক্সির পথে হাঁটতে হাঁটতে... ... ..
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বো
ও পথেই।
আবার জেগে উঠবো
শরতের সাদা মেঘে, কাশ ফুলে
স্বপ্ন ভেঙে... ... ...
শুধু অপেক্ষা তোমার জন্য।
যত দূরেই থাকো... আলোকবর্ষ, যোজন-যোজন দূর
তবুও অপেক্ষা আমার
বিরাশী প্রহর।
1 কমেন্টস্:
প্রেরণা কে শুভেচ্ছা জানাই
একটি মন্তব্য পোস্ট করুন