বোধন
রীতা ঘোষ
দাঁড়িয়েছিলাম তে মাথার মোড়ে,
যেখান থেকে ঠিক সোজা রাস্তাটা পৌঁছায় আমার বাড়ীর চৌকাঠে,
যেটা ধরেই একদিন বেড়িয়ে এলাম পথের বাঁকে ।
একদিকে নাম , যশ , খ্যাতি
অন্যদিকে দুহাত বাড়িয়ে তুমি
বেছেনিলাম তোমার ভালোবাসা.....
বাঁধনহারা চঞ্চল মন বেপরোয়া হতে সময় নেয় নি সেদিন
নিজের অজান্তেই ধরে ফেল্লাম তোমার হাত...
বাইশটা শ্রাবণের তৃষ্ণা বুকে চেপে অসহায় চাতকের মতো ।
পাঁচ পাঁচ দশ আঙুলের সেতু বন্ধনে হলো অনুভূতির আদানপ্রদান,
জ্যোৎস্না ভেজা রাতে গগনচুম্বী অট্টালিকার কোল ঘেঁষে হাঁটলাম পাশাপাশি
আমাকে ঋণী করে , ধনী হলে তুমি ।
ধৈর্যের পরীহ্মায় উত্তীর্ণ তুমি , সময়কে করলে বন্দী
দুরন্ত বাতাস আর চতুর্দশীর চাঁদ ছিলো সাক্ষী,
বাঁশ খড়ের কাঠামোয় হলো নতুন করে প্রাণ প্রতিষ্ঠা ।
মুহূর্তেই বেজে উঠলো বিসর্জনের ঢাক,
বিচ্ছেদের করুন সুরে ভারাক্রান্ত চারিপাশ
আর শুধু অন্তহীন প্রতীক্ষা ... আগামী বোধনের সূচনায়...!!!
দাঁড়িয়েছিলাম তে মাথার মোড়ে,
যেখান থেকে ঠিক সোজা রাস্তাটা পৌঁছায় আমার বাড়ীর চৌকাঠে,
যেটা ধরেই একদিন বেড়িয়ে এলাম পথের বাঁকে ।
একদিকে নাম , যশ , খ্যাতি
অন্যদিকে দুহাত বাড়িয়ে তুমি
বেছেনিলাম তোমার ভালোবাসা.....
বাঁধনহারা চঞ্চল মন বেপরোয়া হতে সময় নেয় নি সেদিন
নিজের অজান্তেই ধরে ফেল্লাম তোমার হাত...
বাইশটা শ্রাবণের তৃষ্ণা বুকে চেপে অসহায় চাতকের মতো ।
পাঁচ পাঁচ দশ আঙুলের সেতু বন্ধনে হলো অনুভূতির আদানপ্রদান,
জ্যোৎস্না ভেজা রাতে গগনচুম্বী অট্টালিকার কোল ঘেঁষে হাঁটলাম পাশাপাশি
আমাকে ঋণী করে , ধনী হলে তুমি ।
ধৈর্যের পরীহ্মায় উত্তীর্ণ তুমি , সময়কে করলে বন্দী
দুরন্ত বাতাস আর চতুর্দশীর চাঁদ ছিলো সাক্ষী,
বাঁশ খড়ের কাঠামোয় হলো নতুন করে প্রাণ প্রতিষ্ঠা ।
মুহূর্তেই বেজে উঠলো বিসর্জনের ঢাক,
বিচ্ছেদের করুন সুরে ভারাক্রান্ত চারিপাশ
আর শুধু অন্তহীন প্রতীক্ষা ... আগামী বোধনের সূচনায়...!!!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন