যেদিন জানলাম
সন্দীপ দাশ
যেদিন জানলাম,
বুকের ভিতর গভীর ক্ষত, সেদিন,
কোনভাবেই দুঃখ এল না...
মিশে গেলাম জনারণ্যে অনায়াসে।
মানুষের কাছে দাবি করতে গিয়ে
বিলিয়ে দিতে হল সব; অবশিষ্টাংশ
কেড়ে নিল বাকিরা...।
মরীচিকার মত ভাষাহীন চোখ
জল খুঁজছে প্রতিনিয়ত।
শুধু দেখলাম,
যখন সত্যিই দুঃখ এল
তখন, বুকের ভিতর কোন ব্যথা হল না।
যেদিন জানলাম,
বুকের ভিতর গভীর ক্ষত, সেদিন,
কোনভাবেই দুঃখ এল না...
মিশে গেলাম জনারণ্যে অনায়াসে।
মানুষের কাছে দাবি করতে গিয়ে
বিলিয়ে দিতে হল সব; অবশিষ্টাংশ
কেড়ে নিল বাকিরা...।
মরীচিকার মত ভাষাহীন চোখ
জল খুঁজছে প্রতিনিয়ত।
শুধু দেখলাম,
যখন সত্যিই দুঃখ এল
তখন, বুকের ভিতর কোন ব্যথা হল না।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন