২৯ অক্টো, ২০১৩

কবিতা - অনিমেষ সিংহ

সুর হারা
অনিমেষ সিংহ



শব্দ আসছে না কিছুতেই ।
রিনিক ঝিনিক
বৃষ্টি এ আশ্বিনে,
টালমাটাল নদী...!
চোখে এতো জ্বালা সই
ছন্দ আসে না যে ।
দুপুরের দিকে গড়িয়ে যাচ্ছে সকাল।
বীতকাম, না চাওয়ার
যত অসাধ্য সাধন
বিদেশি বাতাস
শনশন বয়ে যায়
প্রাঙ্গণে, অলিন্দে...
যুগপৎ দাঁড়াই ,
বাঁশি নিয়ে গেছে ও পাড়ার শ্যাম-রাই,
কমলে কান্তার সে পথ
বড়ই সুজন হীনা !
কবিতা হাসে না যে আর

আমি পাশ ফিরে শুই

1 কমেন্টস্:

Unknown বলেছেন...

কি বলব !
হেমন্ত এল, পায়ে তবু শেকল
ব্যদনা গুলো নুড়ি পাথর
বাঁধতে বাঁধতে
হাত বাড়ালেই নদী ছাই রঙ
মাইকে মান্না দে
আহা বরফ সরিয়ে দে
আঙ্গুলে সকালের সূর্য রাখি
অরন্যের পিছনে লুকাছুপি চাঁদের
লাফিয়ে উঠছে
গহীন অভিসারের বিচ্যুত ইচ্ছাগুলি
কি করব ভাবতে ভাবতে
রিমোটের অক্ষর পাল্টালাম
তুই বলেছিলিস , মন খারাপ করলে ফুল সাউন্ডে রবি ঠাকুর
আর একা হয়ে যাওয়ার কথা
এখন তো হাতে প্রেরণা ,
কবিতা যত উষ্ণতার প্রলেপ মাখাচ্ছে সারা গায়

একটি মন্তব্য পোস্ট করুন