১ অক্টো, ২০১৩

মুক্তগদ্য - সুদীপ্তা চ্যাটার্জ্জী

দেবী পক্ষ
সুদীপ্তা চ্যাটার্জ্জী



আশ্বিনের ভোর ছুঁয়ে জেগে ওঠে দূর ...পলকে খোসে পড়ে রাত...দিন...এই পরবাস । সেই সব নিঃস্ব রাতের খোয়াবে ডানা মেলে অতীতের ছায়া ...কানে আসে দূরাগত আগমনী সুর ...নিজস্ব ছেড়ে অগোচরে ভেসে যাই শিকড়ের টানে।

অচেনা পাখীর সুর ,উদাসী আকাশের বুকে মেঘের ভেলায় পাল তোলে অবুঝ মন...মনে পরে বেলা পড়ে এলে কাশ বনের কপাল ছুঁয়ে যখন ধীরে ধীরে সরে যায় আলো ... রৌদ্র ছায়ার লুকো চুরি খেলায় কেমন মেতে ওঠে নদী চর ...বাতাসে ভেসে আসে সান্ধ্য স্তোত্রের সুর ...সেজে ওঠে ঢাকিদের গ্রাম ।

শিউলি কুড়ো বার অছিলায় ভোরের শিশিরে পা ডুবিয়ে মেতে ওঠা আনমনা কিশোরী ...অষ্টমীর মণ্ডপ জুড়ে অনভ্যাসের পাট ভাঙা শাড়ি ... অঞ্জলির মন্ত্র উচ্চারণের সাথে লাজুক যুবকের মুগ্ধ চোরা চাউনি । সাত রঙে ফুটে ওঠা চাল চিত্রের মত বাঁকানো দিগন্ত ...দশমীর রাত, বিদায়ের বাঁশী ...জল থেকে তুলে আনা মমতার আঁচল ।

নতুন রোদের ঠিকানায়, কে যেন আঁকে ফেলে আসা ভ্রমণের লিপি ...নূপুরে জড়ানো একমুঠো উৎসব রঙ ...ধূপের গন্ধ ...ভেজা ঘাসের ছাপ । ভাঙ চুর নিয়ে শুয়ে থাকে গানের কাভার আর নতুন গন্ধ মাখা কিছু বই ।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন