হয় প্রেমে পড় নয় ফ্রেমে যাও
সুব্রত রয়
তোমাকেও বলি সখি,
হয় প্রেমে পড়ো নয় পথ ছাড়ো
এভাবে রেখো না ঝুলিয়ে
তাল গাছে বাবুইএর বাসা
দিনে রাতে রোদে জলে ঝুলছে তো ঝুলছেই
হয় পড়ো প্রেমে নয় ফ্রেমে যাও
চুমু খেয়ে সায়ানাইড ঠোঁট।
সুব্রত রয়
তোমাকেও বলি সখি,
হয় প্রেমে পড়ো নয় পথ ছাড়ো
এভাবে রেখো না ঝুলিয়ে
তাল গাছে বাবুইএর বাসা
দিনে রাতে রোদে জলে ঝুলছে তো ঝুলছেই
হয় পড়ো প্রেমে নয় ফ্রেমে যাও
চুমু খেয়ে সায়ানাইড ঠোঁট।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন