মোহানা
কাশীনাথ গুঁই
ভাদ্রের বাদলা দিন। ঘোরতর বর্ষণ। একলামনে মানসীরই শুধু আসা যাওয়া। কথা বলা।মনের আড়ালটুকু তোলা।কবি তো বলেই গেছেন, - ‘এমনদিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরষায়।‘
কাল বিকেলে ঘন মেঘে ভয় না পেয়ে যদি আসতে মেলার মাঠে-
ভিজতাম দুজনে একসাথে।
এই মেঘলা আশ্বিনে – যাই যাব বর্ষণে,
তবু দেখা হত আবার সেই ফেলে আসার ক্ষণে।
খুব কি ক্ষতি হত – লোকে হাসত হয়ত,
এমন অসম সিঞ্চনে।
তুমি আমি সমান্তরাল নদী-
ঘোর বাদলে পাড় ভাঙলে যদি একটু আধটু মিলি
দোষ দেখে না কেউ।
সবাই জানে দুই নদীতে মিলবেই এক মোহানাতে ।
সাগর আর নদীর মোহানাতে।
জন্ম নাহয় এক দশকের আগে-
হয়ত কিছু তফাৎ আছে সময়ের ভাবনাতে।
হয়ত সাগরের ঠিকানাটাই দু’জনের কাছে দু’রকম।
তাই ব’লে কি ভাবছ এটাই মনে ,
তোমার আমার মেলার আশা আটকাবে ওই সাগরে?
পুনশ্চঃ লেখার নাঝে মানসীর দূরভাষে ভাবনা সব ফেল্লাম হারিয়ে।
ভাদ্রের বাদলা দিন। ঘোরতর বর্ষণ। একলামনে মানসীরই শুধু আসা যাওয়া। কথা বলা।মনের আড়ালটুকু তোলা।কবি তো বলেই গেছেন, - ‘এমনদিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরষায়।‘
কাল বিকেলে ঘন মেঘে ভয় না পেয়ে যদি আসতে মেলার মাঠে-
ভিজতাম দুজনে একসাথে।
এই মেঘলা আশ্বিনে – যাই যাব বর্ষণে,
তবু দেখা হত আবার সেই ফেলে আসার ক্ষণে।
খুব কি ক্ষতি হত – লোকে হাসত হয়ত,
এমন অসম সিঞ্চনে।
তুমি আমি সমান্তরাল নদী-
ঘোর বাদলে পাড় ভাঙলে যদি একটু আধটু মিলি
দোষ দেখে না কেউ।
সবাই জানে দুই নদীতে মিলবেই এক মোহানাতে ।
সাগর আর নদীর মোহানাতে।
জন্ম নাহয় এক দশকের আগে-
হয়ত কিছু তফাৎ আছে সময়ের ভাবনাতে।
হয়ত সাগরের ঠিকানাটাই দু’জনের কাছে দু’রকম।
তাই ব’লে কি ভাবছ এটাই মনে ,
তোমার আমার মেলার আশা আটকাবে ওই সাগরে?
পুনশ্চঃ লেখার নাঝে মানসীর দূরভাষে ভাবনা সব ফেল্লাম হারিয়ে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন