অশ্রুজলে ভাসি
মাঝ নদীতে নৌকাখানা আটকে গেল।
আহা ! কী অপরূপ !
মাঝি বলল, নৌকা আটকে গেছে।
হরি শংকর রায়
মাঝ নদীতে নৌকাখানা আটকে গেল।
হ্যাঁ ! আমি তিস্তা নদীর কথা বলছি।
আজ সন্ধ্যায় যখন লালমনিরহাটের কালীগঞ্জ থানার কাকিনা হয়ে চর ভেঙে-ভেঙে গংগাচড়ার মহিপুর ঘাটে আসছিলাম তখন অদূরে মাথার উপরে পূর্ণিমার চাঁদ জলের সাথে আপন মনে খেলছে।
আহা ! কী অপরূপ !
মাঝি বলল, নৌকা আটকে গেছে।
সত্যি বলছি, হিসাব মেলাতে পারছিলাম না।
আমার আত্মারাম খাঁচাছাড়া অবস্থা। এই হলো আমার হাঁটুজল ভাঙা সাধের তিস্তা নদী। ও নদী ! তুমি কাঁদো ! আমি অশ্রুজলে ভাসি।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন