‘মা’ আসছে
কাজী এনামুল হক
‘মা’ আসবে ধরার পরে ঘরে ঘরে তাই আনন্দ উৎসব,
মায়েরই গুণগানে পাড়ায় পাড়ায় শুনি মধুর কলরব।
নবীন প্রবীণ একসাথে সব করছে পুজার আয়োজন,
মায়ের কাছে বর চাইবে জীবন চলায় যা প্রয়োজন।
জগৎজুড়ে অসুরদের দাপট চলছে বেড়ে দিনকে দিন
ঘরে বাইরে নির্যৃাতনে মানুষ এখন ধৈর্য্যহারা দিশাহীন।
খুনখারাপি, লুটতরাজ আর নারী ইজ্জত নিয়ে টানাটানি
ঘোর কলিতে সাধু-সন্যাসও তাল হারিয়ে বেতাল শুনি।
বাপের বাড়ী আসবে নায়র দুর্গাদেবী দশভুজা
অসুর নাশে সিদ্ধহস্তা প্রয়োজনে দেয় যে সাজা
সবার মাঝে মায়ের সাজে চলছে চেষ্টা অফুরাণ
মায়ের মনে কষ্ট পেলে হবে নিশ্চিত অকল্যান।
শরৎশুভ্র পবিত্রতায় ঘটবে ধরায় দশভুজার আগমন
পাড়ায় পাড়ায় মন্ডপে মন্ডপে করছে সবাই নিমন্ত্রন।
‘মা’ আসবে ধরার পরে ঘরে ঘরে তাই আনন্দ উৎসব,
মায়েরই গুণগানে পাড়ায় পাড়ায় শুনি মধুর কলরব।
নবীন প্রবীণ একসাথে সব করছে পুজার আয়োজন,
মায়ের কাছে বর চাইবে জীবন চলায় যা প্রয়োজন।
জগৎজুড়ে অসুরদের দাপট চলছে বেড়ে দিনকে দিন
ঘরে বাইরে নির্যৃাতনে মানুষ এখন ধৈর্য্যহারা দিশাহীন।
খুনখারাপি, লুটতরাজ আর নারী ইজ্জত নিয়ে টানাটানি
ঘোর কলিতে সাধু-সন্যাসও তাল হারিয়ে বেতাল শুনি।
বাপের বাড়ী আসবে নায়র দুর্গাদেবী দশভুজা
অসুর নাশে সিদ্ধহস্তা প্রয়োজনে দেয় যে সাজা
সবার মাঝে মায়ের সাজে চলছে চেষ্টা অফুরাণ
মায়ের মনে কষ্ট পেলে হবে নিশ্চিত অকল্যান।
শরৎশুভ্র পবিত্রতায় ঘটবে ধরায় দশভুজার আগমন
পাড়ায় পাড়ায় মন্ডপে মন্ডপে করছে সবাই নিমন্ত্রন।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন