শরতে অচিনপুরের ডাক
ইন্দ্রাণী সরকার
কোন অচিনপুরের ডাক এসেছে তা' জানি না,
অমানিশার অন্তে দেখি ভোরের স্নিগ্ধ আলো |
ভৈরবীর সুমধুর রাগে আকাশ বাতাস মুখরিত
মেঘমুক্ত নীলাকাশে সোনালী রোদ ঝলোমলো |
রাখালিয়া বাঁশির সুরে মন ভরে যায় অবিরত
কাশবনে সাদা রেশমের বাহারে সুষমান্বিত পথ |
চোখজুড়ানো সবুজের মেলা, ক্ষেতে ভরা ধান,
কৃষকের মুখে মধুর হাসি পূর্ণ করে মনোরথ |
টলমল জলে ভরা নদী বুকে পানসি নৌকো
বয় ধীর গতিতে, মাঝি গায় ভাটিয়ালি গান |
উদাসী এই বাউল মন আমার আনমনা হয়ে
কান পেতে শোনে দুরে ভেসে আসা আজান |
দূর পানে সাদা মেঘের নায়ে হারিয়ে যায় মন
শরতের এই মধুরতা চোখে স্বপ্ন এঁকে যায় |
ভাবি মনে বলি, ওগো শরত তুমি ফিরে এস
নবরূপে প্রতি বছর মন শুধু তোমারে চায় ||
ইন্দ্রাণী সরকার
কোন অচিনপুরের ডাক এসেছে তা' জানি না,
অমানিশার অন্তে দেখি ভোরের স্নিগ্ধ আলো |
ভৈরবীর সুমধুর রাগে আকাশ বাতাস মুখরিত
মেঘমুক্ত নীলাকাশে সোনালী রোদ ঝলোমলো |
রাখালিয়া বাঁশির সুরে মন ভরে যায় অবিরত
কাশবনে সাদা রেশমের বাহারে সুষমান্বিত পথ |
চোখজুড়ানো সবুজের মেলা, ক্ষেতে ভরা ধান,
কৃষকের মুখে মধুর হাসি পূর্ণ করে মনোরথ |
টলমল জলে ভরা নদী বুকে পানসি নৌকো
বয় ধীর গতিতে, মাঝি গায় ভাটিয়ালি গান |
উদাসী এই বাউল মন আমার আনমনা হয়ে
কান পেতে শোনে দুরে ভেসে আসা আজান |
দূর পানে সাদা মেঘের নায়ে হারিয়ে যায় মন
শরতের এই মধুরতা চোখে স্বপ্ন এঁকে যায় |
ভাবি মনে বলি, ওগো শরত তুমি ফিরে এস
নবরূপে প্রতি বছর মন শুধু তোমারে চায় ||
1 কমেন্টস্:
valo...
একটি মন্তব্য পোস্ট করুন