১ অক্টো, ২০১৩

কবিতা - অনিমেষ সিনহা

সময় ৩
অনিমেষ সিনহা
(Swapno Nil Akash)



সময় সভ্যতার আগে ছুটে !
আমি পিছতে থাকি ,
প্যাকেটে জমানো স্কুল ড্রেশ চাপিয়ে
হাঁটুর ওপর স্কার্ট দেখতে দেখতে
ক্রমশ গর্ভের দিকে হেঁটে যাই
রক্ত ওঠা মুখে !
সময় তবুও দৌড়ায়
সুনীল দাসের নীল ঘোড়া,
আজতো বসন্ত প্রিয়তমা !
তোমার বামস্তনে বুদবুদ ফেনায়
ধুয়ে দাও রক্ত ও লাশ,
পবিত্র হই।
তারপর ফার্নেসে ঠোঁট ও যৌনাঙ্গ দিয়ে
পুড়িয়ে নেব সময় – ইস্পাতের মত।।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন