১ অক্টো, ২০১৩

কবিতা - রীতা ঘোষ

শরৎ মানেই
রীতা ঘোষ



শরৎ মানেই হিমের পরশ, ঘাসের ডগায় শিশির,
চাঁপা, টগর, স্হল পদ্ম, শ্বেত পদ্ম দিঘীর ।
শরৎ মানেই ঝিলমিলানি খিলখিলানি রোদ,
সাগর, পাহাড়, নদী জুড়ে বইছে খুশীর স্রোত ।
শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের মেলা,
সূর্য্যিমামা খেলছে যেথায় লুকোচুরি খেলা ।
শরৎ মানেই বিছিয়ে থাকা শিউলির গালিচা,
আকাশে বাতাসে ধ্বনিত মায়ের আগমনী বার্তা ।
শরৎ মানেই দুর্গাপূজো, সিঁড়ির নাড়ু খাওয়া,
কাশের বনে ঢেউ খেলিয়ে হাওয়ার আসা যওয়া ।
শরৎ মানেই পূজো - পার্বণ, মন্ডা, মিষ্টি, খই,
দেখা সাক্ষাৎ, কোলাকুলি আর ভালোবাসার বিনিময় ।

2 কমেন্টস্:

Sreelekha বলেছেন...

খুব ভালো লাগলো...অনেক অভিনন্দন

Unknown বলেছেন...

ভালোবাসা নিও শ্রী :)

একটি মন্তব্য পোস্ট করুন