অনন্ত বাঁচে
সুজন ভট্টাচার্য
মৎস্যগন্ধা জালের অজ্ঞাতে থাকে সময়ের কথা ।
হস্তিনা-দ্বারের মুখে অজাতমিত্র যারা
নিঃসঙ্গ বৃদ্ধের সাথে তারাও খেলে যায়
তরবারি-প্রেম নিয়ে যুগ্মলয় পাশা ।
যত অশ্ব অস্তাচলে সমুদ্রশয়ান
তাদের থাকে উপযুক্ত নাম,
আশ্চর্য উপাখ্যান সব লেখা হয়
পাঠশাল- পুঁথিদের আবরণ- লিপিতে ।
নগরভষ্ম আসে কুটীরের প্রেমী
অমর মশালশিখায় থাকে সভ্যতার ভাষা ।
বাস্তুহীন সারি
কালহীন সময়ের আস্তরণকে ছুঁয়ে
ক্রমশঃ ছড়ায় তার বংশের ধারা
গঙ্গার আবর্তকে সাক্ষী রেখে ধীরে ।
চটকলে যে মজুর চুপচাপ থাকে
কোনো এক পুরুষ তার ঠিক এইভাবে
অশোকের শিলাগুলি বয়েছিল পিঠে;
অথবা ভাগিরথী- বাঁকে
লাঠি হাতে দিয়েছিল সশস্ত্র পাহারা
বর্গির নিশাণকে সতীক্ষ্ণ দেখে ।
যেভাবে অনন্ত বাঁচা হরপ্পার স্রোতে
সেইভাবে আমরণ জীবনের আঁচ
তীব্রতায় খোঁজে ঠিকানা বাঁচার
রেলের গতির পাশে দিগন্তের নিচে ।
সুজন ভট্টাচার্য
মৎস্যগন্ধা জালের অজ্ঞাতে থাকে সময়ের কথা ।
হস্তিনা-দ্বারের মুখে অজাতমিত্র যারা
নিঃসঙ্গ বৃদ্ধের সাথে তারাও খেলে যায়
তরবারি-প্রেম নিয়ে যুগ্মলয় পাশা ।
যত অশ্ব অস্তাচলে সমুদ্রশয়ান
তাদের থাকে উপযুক্ত নাম,
আশ্চর্য উপাখ্যান সব লেখা হয়
পাঠশাল- পুঁথিদের আবরণ- লিপিতে ।
নগরভষ্ম আসে কুটীরের প্রেমী
অমর মশালশিখায় থাকে সভ্যতার ভাষা ।
বাস্তুহীন সারি
কালহীন সময়ের আস্তরণকে ছুঁয়ে
ক্রমশঃ ছড়ায় তার বংশের ধারা
গঙ্গার আবর্তকে সাক্ষী রেখে ধীরে ।
চটকলে যে মজুর চুপচাপ থাকে
কোনো এক পুরুষ তার ঠিক এইভাবে
অশোকের শিলাগুলি বয়েছিল পিঠে;
অথবা ভাগিরথী- বাঁকে
লাঠি হাতে দিয়েছিল সশস্ত্র পাহারা
বর্গির নিশাণকে সতীক্ষ্ণ দেখে ।
যেভাবে অনন্ত বাঁচা হরপ্পার স্রোতে
সেইভাবে আমরণ জীবনের আঁচ
তীব্রতায় খোঁজে ঠিকানা বাঁচার
রেলের গতির পাশে দিগন্তের নিচে ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন