এই শরতে
অশোক কুমার লোধ
শরৎ এলো যেমন আসে ফিবছর আরবার বিজ্ঞাপনের ঢক্কানিনাদে পণ্যের সম্ভার ।
শরৎ মানেই মহৎ উৎসব ,উৎসাহে কেন ভাটা ?তিন-ফসলি জমিটাও গেলো , ন্যানো দিয়ে গেলো টা টা !
ফুটিফাটা মাঠে ঘাস-ফুল ফোটে অযত্নে অবহেলে আমরা ওরা তর্জার শেষে মরলো চাষার ছেলে ।
চাষার ঘরে আষাঢ় শ্রাবণ অঝোর ঝরে বর্ষা অনাহারে দেহ রক্তশূন্য , কে দেবে বল ভরসা ?
ভরসা কুড়িয়ে সবল হ’ল বঙ্গে পশুর দল পার্ক স্ট্রীট থেকে কামদুনি গ্রাম আঁধারের জঙ্গল ।
জঙ্গলে দিন জঙ্গলে রাত জঙ্গলে বেঁচে থাকা আগমনী নয় বিষাদের সুরে বুকের হাপরে খাঁ খাঁ ।
জঙ্গলে তবু প্যান্ডেল বেঁধে চলছে আয়োজন দশভুজা এসে আলো দিয়ে যাবে , অসুর হবে নিধন ।
এসো মা দুর্গা , তৈরি হয়ে এ বঙ্গের জঙ্গলে ধর্ষকামীর লিঙ্গে কষিয়ে লাথি মেরে যেও চলে ।।
অশোক কুমার লোধ
শরৎ এলো যেমন আসে ফিবছর আরবার বিজ্ঞাপনের ঢক্কানিনাদে পণ্যের সম্ভার ।
শরৎ মানেই মহৎ উৎসব ,উৎসাহে কেন ভাটা ?তিন-ফসলি জমিটাও গেলো , ন্যানো দিয়ে গেলো টা টা !
ফুটিফাটা মাঠে ঘাস-ফুল ফোটে অযত্নে অবহেলে আমরা ওরা তর্জার শেষে মরলো চাষার ছেলে ।
চাষার ঘরে আষাঢ় শ্রাবণ অঝোর ঝরে বর্ষা অনাহারে দেহ রক্তশূন্য , কে দেবে বল ভরসা ?
ভরসা কুড়িয়ে সবল হ’ল বঙ্গে পশুর দল পার্ক স্ট্রীট থেকে কামদুনি গ্রাম আঁধারের জঙ্গল ।
জঙ্গলে দিন জঙ্গলে রাত জঙ্গলে বেঁচে থাকা আগমনী নয় বিষাদের সুরে বুকের হাপরে খাঁ খাঁ ।
জঙ্গলে তবু প্যান্ডেল বেঁধে চলছে আয়োজন দশভুজা এসে আলো দিয়ে যাবে , অসুর হবে নিধন ।
এসো মা দুর্গা , তৈরি হয়ে এ বঙ্গের জঙ্গলে ধর্ষকামীর লিঙ্গে কষিয়ে লাথি মেরে যেও চলে ।।
1 কমেন্টস্:
as usual... durdanto
একটি মন্তব্য পোস্ট করুন