সেদিন শরতে
মৌসুমী ভট্টাচার্য্য
"শিউলি ফুলেরা পড়ল ঝরে শিশিরের আদর মেখে"
একথা শুনেছিলাম এক কবির মুখে,
ভালবেসে বলেছিল চুপিচুপি কানের কাছে ,
গড়েছিলাম স্বপ্নের অট্টালিকা ঘুমের দেশে ,
এঁকেছিলাম আল্পনা চাঁদের উঠোনে ,
জ্যোৎস্নাময়ী গোলাপগন্ধি রাতে
দীপাবলির আলো মেখে যখন তুমি এলে
পরমা প্রকৃতিতে হারিয়ে যাবার দুর্মর বাসনা নিয়ে
উড়েছিলাম গাংচিল হয়ে ,
ভোরের শিশির মেখে দেখেছিলাম
তোমার পূর্ণ রূপ ।
একমুঠো নীলে দুরন্ত বাতাস
আজ শান্ত অধীর প্রতীক্ষায়
খুঁজে বেড়ায় তোমার পদচিহ্ন
ভেজাবালিতে,
সাগর পারে ..
"শিউলি ফুলেরা পড়ল ঝরে শিশিরের আদর মেখে"
একথা শুনেছিলাম এক কবির মুখে,
ভালবেসে বলেছিল চুপিচুপি কানের কাছে ,
গড়েছিলাম স্বপ্নের অট্টালিকা ঘুমের দেশে ,
এঁকেছিলাম আল্পনা চাঁদের উঠোনে ,
জ্যোৎস্নাময়ী গোলাপগন্ধি রাতে
দীপাবলির আলো মেখে যখন তুমি এলে
পরমা প্রকৃতিতে হারিয়ে যাবার দুর্মর বাসনা নিয়ে
উড়েছিলাম গাংচিল হয়ে ,
ভোরের শিশির মেখে দেখেছিলাম
তোমার পূর্ণ রূপ ।
একমুঠো নীলে দুরন্ত বাতাস
আজ শান্ত অধীর প্রতীক্ষায়
খুঁজে বেড়ায় তোমার পদচিহ্ন
ভেজাবালিতে,
সাগর পারে ..
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন