অন্য সুর
সায়ক চক্রবর্তী
উৎকণ্ঠাও একদিন শেষ হয়ে যাবে।
কাশফুল চোখে লেগে থাকবে,
মাপমত আনন্দ-পরন পরে নিয়ে
এলোমেলো হয়ে যাওয়া যাবে।
দিনভর হুল্লোড় শেষে বাড়ির ঠিকানা হারিয়ে
ফেলে যদি কেউ, তাকে খুঁজে পাবে রাস্তায়
বিলিয়ে দিচ্ছে বিগত বিষণ্ণমুখো দিন।
শুধু, হুল্লোড় শেষে পাশ কাটিয়ে চলে যাবে
অপরিবর্তিত শুকনো মুখের ছায়া,
ওরা বিপন্নতার গান গায়।
উৎকণ্ঠাও একদিন শেষ হয়ে যাবে।
কাশফুল চোখে লেগে থাকবে,
মাপমত আনন্দ-পরন পরে নিয়ে
এলোমেলো হয়ে যাওয়া যাবে।
দিনভর হুল্লোড় শেষে বাড়ির ঠিকানা হারিয়ে
ফেলে যদি কেউ, তাকে খুঁজে পাবে রাস্তায়
বিলিয়ে দিচ্ছে বিগত বিষণ্ণমুখো দিন।
শুধু, হুল্লোড় শেষে পাশ কাটিয়ে চলে যাবে
অপরিবর্তিত শুকনো মুখের ছায়া,
ওরা বিপন্নতার গান গায়।
2 কমেন্টস্:
valo... sudhui valo..aro valo hotei parto
valo... sudhui valo..aro valo hotei parto
একটি মন্তব্য পোস্ট করুন