রিয়্যালিটি শো
ঊষসী ভট্টাচার্য
আমাদের মৃত্যু শুধু আসবে বলে একদিন
পাত পেড়ে বসে আছি,
আজকের শুভ মহরতে
আমাদের বেনামী সুখ দুঃখ
রিয়্যালিটি শো, দেখতে দেখতে
টিভি ছেড়ে জীবনের পর্দায় চোখ মেলেছে,
আমাদের জীবনের ছাই ফুরিয়ে এসছে সদ্য,
পোড়া বালিশ,রাজপথ আর চিতার ফারাক
ফুটে উঠছে বানানে বানানে ।
আমাদের এক চিলতে রোজনামচার চাওয়া পাওয়া
আঁতুড় ঘরে উয়া উয়া স্বরে জৌলুষ খুঁজছে,
আমরা তবু অপরেশনে ভয় পাই খুব...
জানি প্রত্যঙ্গ অপ্রয়োজনীয় হলেও
ছিল...
এই স্বর বয়ে বেড়াতে পারব না আর ...
ছিল,
এই আশ্বাস নিয়েই আমরা
বেঁচে থাকতে ভালোবাসি ,
চিতা কাঠ বুকে করে ...
আমাদের মৃত্যু শুধু আসবে বলে একদিন
পাত পেড়ে বসে আছি,
আজকের শুভ মহরতে
আমাদের বেনামী সুখ দুঃখ
রিয়্যালিটি শো, দেখতে দেখতে
টিভি ছেড়ে জীবনের পর্দায় চোখ মেলেছে,
আমাদের জীবনের ছাই ফুরিয়ে এসছে সদ্য,
পোড়া বালিশ,রাজপথ আর চিতার ফারাক
ফুটে উঠছে বানানে বানানে ।
আমাদের এক চিলতে রোজনামচার চাওয়া পাওয়া
আঁতুড় ঘরে উয়া উয়া স্বরে জৌলুষ খুঁজছে,
আমরা তবু অপরেশনে ভয় পাই খুব...
জানি প্রত্যঙ্গ অপ্রয়োজনীয় হলেও
ছিল...
এই স্বর বয়ে বেড়াতে পারব না আর ...
ছিল,
এই আশ্বাস নিয়েই আমরা
বেঁচে থাকতে ভালোবাসি ,
চিতা কাঠ বুকে করে ...
1 কমেন্টস্:
Darun likhechis re...tor lekhar apato sarolyo othocho vabgovirota amar khub pochonder
একটি মন্তব্য পোস্ট করুন