বৈশাখ
ঋত্বিক দাশশর্মা
বৈশাখ তুমি আবার এলে,
প্রেমের বসন্ত কে সরিয়ে দিয়ে তুমি এলে,
স্নিগ্ধ আবহাওয়া কে সরিয়ে রুদ্র রুপে তুমি এলে,
সমারহে কালবৈশাখী নাম নিয়ে তোমার পরিচয় দিলে ...
জগতের দুটি স্বত্তার মধ্যে তুমি সেই যেন একটি দলে,
ফাগুনের রাঙ্গা নেশাতে যদি কোন নারীকে মেলে ...
উত্তপ্ত বাতাস হয়ে অগ্নি ঝরা গর্জনে তুমি পুরুষের রুপ নিলে !
যে সময়ের অনুভু্তি স্বপ্নিল জগতের হাতছানি এনে দিয়ে ছিলে !?
হৃদয় নিঃস্ব করে তোমার উত্তপ্ত দীর্ঘশ্বাস সেই মনের আত্মাহুতি করে দিলে !!!
গোধূলি লগণে বসন্ত ফুলের গন্ধে কত কথা কত গান রচেছিলে,
ভালোবাসা কথা দিয়ে প্রকৃতিকে নারী মন রুপে এনেছিলে,
আজ কেন দুষ্টু বালকের মত তপ্ত আকাশে ছুটে গেলে...?
চোখের নির্মল দৃষ্টি আজ শঙ্কিত চাহনিতে কেন বদলে দিলে ?
ঋত্বিক দাশশর্মা
বৈশাখ তুমি আবার এলে,
প্রেমের বসন্ত কে সরিয়ে দিয়ে তুমি এলে,
স্নিগ্ধ আবহাওয়া কে সরিয়ে রুদ্র রুপে তুমি এলে,
সমারহে কালবৈশাখী নাম নিয়ে তোমার পরিচয় দিলে ...
জগতের দুটি স্বত্তার মধ্যে তুমি সেই যেন একটি দলে,
ফাগুনের রাঙ্গা নেশাতে যদি কোন নারীকে মেলে ...
উত্তপ্ত বাতাস হয়ে অগ্নি ঝরা গর্জনে তুমি পুরুষের রুপ নিলে !
যে সময়ের অনুভু্তি স্বপ্নিল জগতের হাতছানি এনে দিয়ে ছিলে !?
হৃদয় নিঃস্ব করে তোমার উত্তপ্ত দীর্ঘশ্বাস সেই মনের আত্মাহুতি করে দিলে !!!
গোধূলি লগণে বসন্ত ফুলের গন্ধে কত কথা কত গান রচেছিলে,
ভালোবাসা কথা দিয়ে প্রকৃতিকে নারী মন রুপে এনেছিলে,
আজ কেন দুষ্টু বালকের মত তপ্ত আকাশে ছুটে গেলে...?
চোখের নির্মল দৃষ্টি আজ শঙ্কিত চাহনিতে কেন বদলে দিলে ?
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন