আত্মকথন
অনিন্দ্য গুপ্ত
দিনবন্ধু, সরতে সরতে, ছাড়তে ছাড়তে ...... দ্যাখো
কোন খাদের কিনারে এসে দাঁড়িয়েছ ।
ঝাঁপ দেবে নাকি ?
ভেবে একবার দ্যাখোতো , এই নগণ্য গ্রাসাচ্ছাদন
আর এই মূল্যহীন প্রাণ ... জমার খাতায়
এর বেশি আর আছেটাই বা কী ?
আড় এসবও যে নেহাতই অকিঞ্চিৎকর ... জানো তাও । তবুও
কেমন গোঁয়ারগোবিন্দের মতো একবগগা দাঁড়িয়ে থাকো
ভালোবাসার উচ্ছিষ্ট আঁকড়ে ।
তোমার সারা শরীরে হাই হীলের দগদগে ঘা ...
তবু শিক্ষা হোলো না আজও ?
দীনবন্ধু , তোমার কী যন্ত্রণাবোধও নেই?
পৈত্রিক প্রাণটাও খোয়াবে নাকি এবার ?
নিজেরই রক্তমাখা জামাকে নিশান বানিয়ে
ক্যানও আজও ছুতে বেড়াও , ‘ ভালবাসি, ভালবাসি ‘ বলে ?
ক্যানও ফুসফুসের প্রতি প্রকোষ্ঠে লিখে রাখো
হারানো সেসব জনমানুষের নাম ?
চোখেও দেখনা, কুৎসার হাওয়াই আকাশে তোলে পরিচিতেরাই !
শোন দিনবন্ধু, এই আপ্তবাক্য এবার মেনে নাও ...
তুমি সবার বন্ধু হলেও , তোমার বন্ধু কেউ হবে না ...
কেউ না । কক্ষনও না । কিছুতেই না ।
এই ঘোর অবেলায় ,
কালবেলায় ... শেষবারের মতো ...
তুমি দিনবন্ধুর বন্ধু হয়ে যাও ।
অনিন্দ্য গুপ্ত
দিনবন্ধু, সরতে সরতে, ছাড়তে ছাড়তে ...... দ্যাখো
কোন খাদের কিনারে এসে দাঁড়িয়েছ ।
ঝাঁপ দেবে নাকি ?
ভেবে একবার দ্যাখোতো , এই নগণ্য গ্রাসাচ্ছাদন
আর এই মূল্যহীন প্রাণ ... জমার খাতায়
এর বেশি আর আছেটাই বা কী ?
আড় এসবও যে নেহাতই অকিঞ্চিৎকর ... জানো তাও । তবুও
কেমন গোঁয়ারগোবিন্দের মতো একবগগা দাঁড়িয়ে থাকো
ভালোবাসার উচ্ছিষ্ট আঁকড়ে ।
তোমার সারা শরীরে হাই হীলের দগদগে ঘা ...
তবু শিক্ষা হোলো না আজও ?
দীনবন্ধু , তোমার কী যন্ত্রণাবোধও নেই?
পৈত্রিক প্রাণটাও খোয়াবে নাকি এবার ?
নিজেরই রক্তমাখা জামাকে নিশান বানিয়ে
ক্যানও আজও ছুতে বেড়াও , ‘ ভালবাসি, ভালবাসি ‘ বলে ?
ক্যানও ফুসফুসের প্রতি প্রকোষ্ঠে লিখে রাখো
হারানো সেসব জনমানুষের নাম ?
চোখেও দেখনা, কুৎসার হাওয়াই আকাশে তোলে পরিচিতেরাই !
শোন দিনবন্ধু, এই আপ্তবাক্য এবার মেনে নাও ...
তুমি সবার বন্ধু হলেও , তোমার বন্ধু কেউ হবে না ...
কেউ না । কক্ষনও না । কিছুতেই না ।
এই ঘোর অবেলায় ,
কালবেলায় ... শেষবারের মতো ...
তুমি দিনবন্ধুর বন্ধু হয়ে যাও ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন