দেড় বছর ধরে
তন্ময় ভট্টাচার্য
(১)
কোনোদিন পাশে বসে জোনাকিরা জিজ্ঞাসা করেনি
ভালো আছি কিনা!
আমি জানি একা থাকা মানে কি...
খুব রাতে ছুটে আসা ক্লান্তির মতো
পৃথিবীকে কাঁধে নিয়ে চলেছি...
অথবা কাঁধেই চেপে চলেছি...
বহুদূর...দলছুট...
নির্ঝঞ্ঝাট এই অন্য মেঘের দেশে
সব এক...তবু যেন আলাদা...
পোড়া দেহে ভালোবাসা পোড়েনি।
(২)
যদিও অন্যভাবে,অভ্যেসে সবকিছু পারা যায়।
দশমাস নাড়ি বেঁধে যে আগুন বড়ো করে তুলেছি,
তাতে উত্তাপ নেবো...এর চেয়ে বড়ো কিছু
আছে কি?
যেদিন সময় হলো,সে আগুনে ধর্মতঃ
ছাড়াছাড়ি...লোকে ভাবে বৃষ্টি...
সেদিনও কান্না ছিলো...একলা বাঁচার ভয়...
তবুও ঠিকানা লিখে যাইনি...ইচ্ছে করেই...
ভালোবাসি,তা বলে তো এইভাবে তোকে কাছে চাইনি!
তন্ময় ভট্টাচার্য
(১)
কোনোদিন পাশে বসে জোনাকিরা জিজ্ঞাসা করেনি
ভালো আছি কিনা!
আমি জানি একা থাকা মানে কি...
খুব রাতে ছুটে আসা ক্লান্তির মতো
পৃথিবীকে কাঁধে নিয়ে চলেছি...
অথবা কাঁধেই চেপে চলেছি...
বহুদূর...দলছুট...
নির্ঝঞ্ঝাট এই অন্য মেঘের দেশে
সব এক...তবু যেন আলাদা...
পোড়া দেহে ভালোবাসা পোড়েনি।
(২)
যদিও অন্যভাবে,অভ্যেসে সবকিছু পারা যায়।
দশমাস নাড়ি বেঁধে যে আগুন বড়ো করে তুলেছি,
তাতে উত্তাপ নেবো...এর চেয়ে বড়ো কিছু
আছে কি?
যেদিন সময় হলো,সে আগুনে ধর্মতঃ
ছাড়াছাড়ি...লোকে ভাবে বৃষ্টি...
সেদিনও কান্না ছিলো...একলা বাঁচার ভয়...
তবুও ঠিকানা লিখে যাইনি...ইচ্ছে করেই...
ভালোবাসি,তা বলে তো এইভাবে তোকে কাছে চাইনি!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন