জীবনসঙ্গী
সর্বজিৎ সরকার
আমার ঘরে-বাইরে তোমার নিত্য যাওয়া-আসা,
তোমার জন্য রাজা সাজা আজ;
তোমার কথায় রক্তকরবী কে -
একটু একটু করে ভালোবাসা!
জন্মের শুভক্ষণ-কে চিনিয়েছিলে তুমি,
ঝড়-কে মিথ্যে সাজিয়ে সোনার তরী তে ভাসিয়েছিলে আমায়;
আমি মারের সাগর পাড়ি দিয়েছিলাম।
তোমার চোখ দিয়ে অন্ধকারের রূপ দেখেছিলাম,
হিয়ার মাঝে লুকানো প্রেমকে এক নিমেষে অনুভব-
তাও তো শুধু তোমার প্রেরনা-তেই!
আমার ছোট-বড়ো 'আমি'গুলো তোমার পথেই হেঁটে চলে,
আমার পরাণ তোমার ভাষাতেই তার প্রেমের কথা বলে।
আমার নিঃস্তব্ধতার মাঝে সঙ্গী কেবল ই তুমি,
আমার আনন্দ কে ভাগ করে নাও সেই তুমি!
তোমার নির্দেশনার মঞ্চে-
আমি যেন নাটক করে চলেছি তোমার সৄষ্ট চরিত্রে!
তুমি থেকো আমার সাথেই;
তোমার সাথেই বেঁধেছি সূত্র জীবনের সুরেতেই,
হে মোর দেবতা,তুমি থেকো আমার সাথেই।
সর্বজিৎ সরকার
আমার ঘরে-বাইরে তোমার নিত্য যাওয়া-আসা,
তোমার জন্য রাজা সাজা আজ;
তোমার কথায় রক্তকরবী কে -
একটু একটু করে ভালোবাসা!
জন্মের শুভক্ষণ-কে চিনিয়েছিলে তুমি,
ঝড়-কে মিথ্যে সাজিয়ে সোনার তরী তে ভাসিয়েছিলে আমায়;
আমি মারের সাগর পাড়ি দিয়েছিলাম।
তোমার চোখ দিয়ে অন্ধকারের রূপ দেখেছিলাম,
হিয়ার মাঝে লুকানো প্রেমকে এক নিমেষে অনুভব-
তাও তো শুধু তোমার প্রেরনা-তেই!
আমার ছোট-বড়ো 'আমি'গুলো তোমার পথেই হেঁটে চলে,
আমার পরাণ তোমার ভাষাতেই তার প্রেমের কথা বলে।
আমার নিঃস্তব্ধতার মাঝে সঙ্গী কেবল ই তুমি,
আমার আনন্দ কে ভাগ করে নাও সেই তুমি!
তোমার নির্দেশনার মঞ্চে-
আমি যেন নাটক করে চলেছি তোমার সৄষ্ট চরিত্রে!
তুমি থেকো আমার সাথেই;
তোমার সাথেই বেঁধেছি সূত্র জীবনের সুরেতেই,
হে মোর দেবতা,তুমি থেকো আমার সাথেই।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন