১৪ মে, ২০১৩

অনুবাদ কবিতা - কৌশিক ভাদুড়ি

অংধারিবিজে 

দ্রোহ বাক্য
রাজেন্দ্র কিশোর পান্ডা

অংধার কর
অংধার কর
যিএ বি উদিছ সহল বুড় হো : সহল বুড়
অংধার কর
আখি নাক কান তুণ্ডর দুআর : সেতিকি খোল
সেতিকি খোল
রাণী রক্ষী আউ উআস সকল : নিদরে ভোল
এই ত বেল
সাদা বেশ সাজি রাজন আকুল : অংধার কর
আরম্ভ কর
ঝিএ কেলি করি হুলহুলি দিঅ : আরম্ভ কর
কর লো কর
বুঢ়ে হাত টেকি জয় জয় বোল : আহুরি জোর
আহুরি জোর
কুড়িআরে পিঅ পড়িআরে নাচ : আরম্ভ কর
হলা কমর
কালিঠু উপাস আজি অছি ভোজি : এউড়ি মার
এউড়ি মার
বঢ়েই কমার মহাকলাকার : সমান গঢ়
সমান গঢ়
সবু দিঅঁ মুহেঁ ছামুঙ্ক চেহেরা : সমান গঢ়
সমান গঢ়
হস ইষিকার প্রণবর স্বর : সংচার কর
প্রচার কর
প্রাণী ও পথর অণু অসীমর : সংভোগ কর
ভিআণ কর
নিজ পরিচয় দেবাযাএ রাজা : অপেক্ষা কর
অচিহ্না কর
পরিচয় পাই চেতি ও চমকি : পূজন কর
পারণা কর
মেষ শাবকটি রখিথাঅ শেষে : বলি ভোগর
বলি ভোগর
সাদা বেশ সাজি রাজন আকুল : অংধার কর
আরম্ভ কর
অংধার কর
আরম্ভ কর



গুপ্ত চারণ

অনুবাদক - কৌশিক ভাদুড়ি


আঁধার কর
আঁধার কর
যেই আসছ উদয়ের পথে শীঘ্র ডোবো হে: শীঘ্র ডোবো
আঁধার কর
চোখ নাক কান জিভের দুয়ার : স্বল্প খোল
স্বল্প খোল

রাণী রক্ষী আর খাস মহল : বেঘোরে ঘুমোও
এই তো সময়
সাদা বেশে সেজে রাজন আকুল : আঁধার কর
আরম্ভ কর

বালারা কেলি কর উলুধ্বনি দাও : আরম্ভ কর
কর লো কর
বুড়োরা হাত তুলে জয় জয় বল : আরো জোরে
আরও জোরে

কুঁড়েতে পান করে প্রান্তরে নাচ : আরম্ভ কর
হেলাও কোমর
কাল থেকে উপোস আজ আছে ভোজ : ঢেকুর তোলো
ঢেকুর তোলো

ছুতোর কামার মহাকলাকার : সামগ্রী গড়
সামগ্রী গড়
সব দেবমুখে আজ উদ্ভাস : সামগ্রী গড়
সামগ্রী গড়

হাসি কল্লোল প্রণবের স্বর : সঞ্চার কর
প্রচার কর
প্রাণী ও পাথর অণু অসীমের : সম্ভোগ কর
নির্মাণ কর

নিজ পরিচয় দেয়েনি তো রাজা : অপেক্ষা কর
অচেনা রাখ
পরিচয় পেয়ে চেতনে চমকে : পূজন কর
পারণা কর

মেষ শাবকটি রেখে দিও শেষে : বলি ভোগের
বলি ভোগের
সাদা বেশে সেজে রাজন আকুল : আঁধার কর
আরম্ভ কর
আঁধার কর
আরম্ভ কর
 




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন