এখানে এখনো আগুন জ্বলে
বনী ইসরাইল
বেঁচে থাকতে স্বপ্ন লাগে না ... চাই দারুণ একটা ঘৃণা,
স্বপ্নের মত কাপুরুষ একটা সমাজ আমি চাই না।
চাই ঘৃণায় ঘৃণায় ভরে যাবে এক একটি রাজপথ,
তোমাদের ফেলে যাওয়া গণতন্ত্র।
ডাস্টবিনে পড়ে থাকবে সেই অন্ধ রাজার পুরোহিত দল,
যাদের করতলে একদিন কৃষকের লাশ গন্ধ ছড়িয়েছিল,
ভিখারির নোংরা বস্ত্রে নেমে এসেছিল চাবুকের ঝড়।
আমি ভুলিনি সেই সব মরা লাশের পরিচয়,
যেখানে রক্তের চেয়ে অনেকটা চুইয়ে পরেছে বঞ্চিত ঘৃণা,
অন্যায়ের কাছে মাথা নত মরচে পরা সূর্য,
আগুনের ভিতর ছুঁড়ে ফেলা আগামীর কন্যা সন্তান.........।।
আমি গুণে রেখেছি এক একটি কুকুরের লেজ,
মুখের ভিতর ক'টি দাঁত,নখের দৈর্ঘ্য,প্রস্থ,বিচরণ।
আমি চাই রাজার সিংহাসন ঝুলে থাকবে কষাইখানায়,
তাহাঁদের প্রিয়তমা নারীরা সম্ভ্রম হারাচ্ছে শুঁড়িখানায়।
আমি শুনতে চাই একজন কৃষকের বিদ্রোহ
একজন শ্রমিকের চোখ টকটকে লাল,জোতদারের গোলায়
আগুনে পুড়ছে সেই সব সামন্ত প্রভুরা।
দেখতে চাই ধানের জমিতে জন্ম নিচ্ছে আগামীর সন্তান
আর তাঁদের জন্য কাস্তের পরিবর্তে দারুণ সব আগ্নেয়াস্ত্র......।।
বনী ইসরাইল
বেঁচে থাকতে স্বপ্ন লাগে না ... চাই দারুণ একটা ঘৃণা,
স্বপ্নের মত কাপুরুষ একটা সমাজ আমি চাই না।
চাই ঘৃণায় ঘৃণায় ভরে যাবে এক একটি রাজপথ,
তোমাদের ফেলে যাওয়া গণতন্ত্র।
ডাস্টবিনে পড়ে থাকবে সেই অন্ধ রাজার পুরোহিত দল,
যাদের করতলে একদিন কৃষকের লাশ গন্ধ ছড়িয়েছিল,
ভিখারির নোংরা বস্ত্রে নেমে এসেছিল চাবুকের ঝড়।
আমি ভুলিনি সেই সব মরা লাশের পরিচয়,
যেখানে রক্তের চেয়ে অনেকটা চুইয়ে পরেছে বঞ্চিত ঘৃণা,
অন্যায়ের কাছে মাথা নত মরচে পরা সূর্য,
আগুনের ভিতর ছুঁড়ে ফেলা আগামীর কন্যা সন্তান.........।।
আমি গুণে রেখেছি এক একটি কুকুরের লেজ,
মুখের ভিতর ক'টি দাঁত,নখের দৈর্ঘ্য,প্রস্থ,বিচরণ।
আমি চাই রাজার সিংহাসন ঝুলে থাকবে কষাইখানায়,
তাহাঁদের প্রিয়তমা নারীরা সম্ভ্রম হারাচ্ছে শুঁড়িখানায়।
আমি শুনতে চাই একজন কৃষকের বিদ্রোহ
একজন শ্রমিকের চোখ টকটকে লাল,জোতদারের গোলায়
আগুনে পুড়ছে সেই সব সামন্ত প্রভুরা।
দেখতে চাই ধানের জমিতে জন্ম নিচ্ছে আগামীর সন্তান
আর তাঁদের জন্য কাস্তের পরিবর্তে দারুণ সব আগ্নেয়াস্ত্র......।।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন