১৪ মে, ২০১৩

কবিতা - অভিলাষা দাশগুপ্তা আদক

অভিলাষা
অভিলাষা দাশগুপ্তা আদক


মনের কোনের ফল্গুতীরে
সাদা খাতায় কলো আখরে,
লিখেছিলাম প্রিয় জনের নাম।
বাতাস নিয়ে এল ধূলো,
নামটি কোথায় হারিয়ে গেল,
কবিতা আর কবির স্মৃতি সবই হারালাম।

সময়ের বালুচরে,
কপট মায়ার ওড়না ঘিরে
নামটি সেথায় উঠলো ফুটে,হাজার তারার ভীড়ে,
স্বপ্নমাখা আমার মনে,
অভিলাষা ছায় সঙ্গোপনে
শব্দেরা আলপনা আঁকে ঠোঁটের পাপড়ি জুড়ে।



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন