সাধ
ইন্দ্রাণী সরকার
এই সুন্দর স্বর্ণালী সকালে এখন
আকাশে হালকা কিছু মেঘের দেখা,
গাছে গাছে লাল হলদের ছোঁওয়া
তারি মাঝে পথ চলে আঁকাবাঁকা |
দূর হতে শুনি পাখির কুহু কূজন
মনকে দেয় শুধু মোর মাতিয়ে,
অদূরে সমুদ্রের ঢেউয়ের পর ঢেউ
বালির বুকেতে পড়ে আছড়িয়ে |
আকাশ চিরে বলাকার দল
মেঘের বুকে নকশা এঁকে দেয়,
সবুজ ঘাসের 'পরে শিশিরকণায়
রামধনু রঙ আলোয় ঝলসায় |
মেঘেদের সাথে চলে যেতে চাই
অনেক দূরের আকাশ পেরিয়ে,
পাখিদের সাথে উড়ে যেতে চাই
সব বাঁধনের সীমানা ছাড়িয়ে ||
ইন্দ্রাণী সরকার
এই সুন্দর স্বর্ণালী সকালে এখন
আকাশে হালকা কিছু মেঘের দেখা,
গাছে গাছে লাল হলদের ছোঁওয়া
তারি মাঝে পথ চলে আঁকাবাঁকা |
দূর হতে শুনি পাখির কুহু কূজন
মনকে দেয় শুধু মোর মাতিয়ে,
অদূরে সমুদ্রের ঢেউয়ের পর ঢেউ
বালির বুকেতে পড়ে আছড়িয়ে |
আকাশ চিরে বলাকার দল
মেঘের বুকে নকশা এঁকে দেয়,
সবুজ ঘাসের 'পরে শিশিরকণায়
রামধনু রঙ আলোয় ঝলসায় |
মেঘেদের সাথে চলে যেতে চাই
অনেক দূরের আকাশ পেরিয়ে,
পাখিদের সাথে উড়ে যেতে চাই
সব বাঁধনের সীমানা ছাড়িয়ে ||
2 কমেন্টস্:
খুব মিষ্টি একটা কবিতা । :)
খুব ভালো লাগলো কবিতাটা :)
একটি মন্তব্য পোস্ট করুন