১৪ মে, ২০১৩

রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - কাজী এনামুল হক

রবি স্মরণে
কাজী এনামুল হক


‘জল পড়ে পাতা নড়ে’ গড়ে বিশ্ব কবি
লেবুর পাতায় শিশির কণা; তপন-
কিরনে ঝিলিক মারে প্রভাতী নয়ন,
বাতায়নে অবাক দেখে কিশোর রবী।

সহসা কলম ধরি রচিল কি ভাবি,
চারটি শব্দে মোটে একটিই চরন।
রয়ে গেল স্মৃতি হয়ে কবির সূচন,
জোড়া সাঁকোর জমিদার তনয় রবী।

এরপর দিন যায় লেখনী দূর্বার,
থামেনি রচনা তার কোন অপঘাতে!
অকাল প্রয়াতা কন্যা শোকে কাঁদে প্রাণ।

কলম থামেনি , নিন্দা শুনি বারবার,
নোবেল বিজয়ী রবী ধন্য প্রশংসাতে-
সাহিত্যে প্রতি ক্ষেত্রে দান তার সমান।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন