যাওয়াটাই দেখেছ শুধু? তপব্রত মুখার্জী
যাওয়াটাই দেখেছ শুধু?
বাকি যে পথ বেয়ে ফিরে গেছে আমাদের নাম,
ক্লান্তিহীন অভিলাষ ছুঁয়ে বয়ে গেছে শ্বাস, ঘুম-জ্বর, স্বপ্নমেঘ যত :
কিছুই দেখনি কি?
আমাদের থেমে থাকা ছিল, একসাথে ফেরার শব্দেরা,প্রবহমান...
দিন চলে গেলে পথ পড়ে নেয় কিছু আলোক-বিষাদ--
একা একা পার হয়ে যাওয়া হাত বহুদিন আবছায়া খুঁজে গেছে চরাচর
যে পারের ঠিকানায় শিশিরের ডাক...
কিছুই শোননি তুমি?
যাওয়াটাই দেখেছ শুধু?... ফেরা-টা
কখনোই দেখো নি?
যাওয়াটাই দেখেছ শুধু?
বাকি যে পথ বেয়ে ফিরে গেছে আমাদের নাম,
ক্লান্তিহীন অভিলাষ ছুঁয়ে বয়ে গেছে শ্বাস, ঘুম-জ্বর, স্বপ্নমেঘ যত :
কিছুই দেখনি কি?
আমাদের থেমে থাকা ছিল, একসাথে ফেরার শব্দেরা,প্রবহমান...
দিন চলে গেলে পথ পড়ে নেয় কিছু আলোক-বিষাদ--
একা একা পার হয়ে যাওয়া হাত বহুদিন আবছায়া খুঁজে গেছে চরাচর
যে পারের ঠিকানায় শিশিরের ডাক...
কিছুই শোননি তুমি?
যাওয়াটাই দেখেছ শুধু?... ফেরা-টা
কখনোই দেখো নি?
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন