ফসিল
মুনমুন দাশগুপ্ত
আমার পাড়ার নির্জন গলি ধরে
রোজের গোধূলি আলো ,
অসহ্য শুদ্ধিতায় , নির্মম হয়
রাতের কারুশিল্পে ।
কবিতার দিকে চোখ ফিরিয়ে ,
মনে হয়
আলোর মুক্তি অন্ধকারে ?
নাকি... অন্ধকার শুধুই অতিথি সম্বল
এক একটা মুহূর্তের ঋণের বোঝা
রোজ বয়ে নিয়ে চলে , তোমার , আমার
সবার কবিতা ।
জন্মান্তর বা মৃত্যুর আরাধনা
যে কোন একটা কে বাছতে হবে,
বিগতযৌবনা রাতের ।
উঁচু , নিচু ভাঙনগুলো , পিঁপড়ের ডানার
মতো
ভাঙছে , মরছে , উলটেও যাচ্ছে ।
জানালার বাইরে সিঁধেল চোরের মত
ঘাপটি মেরে বসে , আগামী রাতগুলো
অপেক্ষায় ।
ঈশ্বরের মত ফসিল জীবনেও
ধীরে ধীরে রাত নেমে আসে ,
খাতার পাতায়...
একটু বেঁচে থাকার জন্য... ।
মুনমুন দাশগুপ্ত
আমার পাড়ার নির্জন গলি ধরে
রোজের গোধূলি আলো ,
অসহ্য শুদ্ধিতায় , নির্মম হয়
রাতের কারুশিল্পে ।
কবিতার দিকে চোখ ফিরিয়ে ,
মনে হয়
আলোর মুক্তি অন্ধকারে ?
নাকি... অন্ধকার শুধুই অতিথি সম্বল
এক একটা মুহূর্তের ঋণের বোঝা
রোজ বয়ে নিয়ে চলে , তোমার , আমার
সবার কবিতা ।
জন্মান্তর বা মৃত্যুর আরাধনা
যে কোন একটা কে বাছতে হবে,
বিগতযৌবনা রাতের ।
উঁচু , নিচু ভাঙনগুলো , পিঁপড়ের ডানার
মতো
ভাঙছে , মরছে , উলটেও যাচ্ছে ।
জানালার বাইরে সিঁধেল চোরের মত
ঘাপটি মেরে বসে , আগামী রাতগুলো
অপেক্ষায় ।
ঈশ্বরের মত ফসিল জীবনেও
ধীরে ধীরে রাত নেমে আসে ,
খাতার পাতায়...
একটু বেঁচে থাকার জন্য... ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন