বধূ
আকাশ দত্ত
কি ভাবো তুমি আমায় ?
আমিও ডুব দিতে পারি নীলজলে
সমুদ্র সেচে আনতে পারি পোয়াতি ঝিনুক
দক্ষ ডুবুরীর মত ।
সিজারের নিথর প্রাণে জ্বালিয়ে ক্লিওপেট্রার আগুন
স্বৈরাচারী হতে পারি নির্লজ্জ আহ্লাদে...
সেদিন তোমার যে হাসনুহানা বুকে
খুব করে এঁকেছিলাম
একরাশ শরতের মেঘ
আজ সেখানে সাগর ওলটানো নৌকা
আর কিছুটা বিক্ষিপ্ত সময়
মুচকি হাসে দাঁত বের করে ;
আমি এখন ফিরে যাবো সেই দলে
মোমবাতি জ্বালাবো চকমকি ঠুকে....
তোমার জটিল উপপাদ্য
এখনও আমার অতীত খোঁজে
অনেকগুলো বৃষ্টির পরও
সমুদ্র খেতে চায়..
আজ আমি
অনেকটা আকাশ হয়ে ভিজবো
তোমার কাঁপা কাঁপা ভৈরবীতে
সুযোগ দিলাম..
যা ইচ্ছে করতে পারো !
আজ রাতে
তুমি ডোরাকাটা শাড়ী পড়ে থেকো
যখন চাঁদ ডুববে, চিন্তা কোর না
ডুবে ডুবে জল খাওয়া
আমার পুরনো অভ্যাস ।
অনুভূতি বজীয়ে রাখার জন্য
তোমার নিকনো উঠানে
আবার না হয় মাংসাশী হবো ।
আকাশ দত্ত
কি ভাবো তুমি আমায় ?
আমিও ডুব দিতে পারি নীলজলে
সমুদ্র সেচে আনতে পারি পোয়াতি ঝিনুক
দক্ষ ডুবুরীর মত ।
সিজারের নিথর প্রাণে জ্বালিয়ে ক্লিওপেট্রার আগুন
স্বৈরাচারী হতে পারি নির্লজ্জ আহ্লাদে...
সেদিন তোমার যে হাসনুহানা বুকে
খুব করে এঁকেছিলাম
একরাশ শরতের মেঘ
আজ সেখানে সাগর ওলটানো নৌকা
আর কিছুটা বিক্ষিপ্ত সময়
মুচকি হাসে দাঁত বের করে ;
আমি এখন ফিরে যাবো সেই দলে
মোমবাতি জ্বালাবো চকমকি ঠুকে....
তোমার জটিল উপপাদ্য
এখনও আমার অতীত খোঁজে
অনেকগুলো বৃষ্টির পরও
সমুদ্র খেতে চায়..
আজ আমি
অনেকটা আকাশ হয়ে ভিজবো
তোমার কাঁপা কাঁপা ভৈরবীতে
সুযোগ দিলাম..
যা ইচ্ছে করতে পারো !
আজ রাতে
তুমি ডোরাকাটা শাড়ী পড়ে থেকো
যখন চাঁদ ডুববে, চিন্তা কোর না
ডুবে ডুবে জল খাওয়া
আমার পুরনো অভ্যাস ।
অনুভূতি বজীয়ে রাখার জন্য
তোমার নিকনো উঠানে
আবার না হয় মাংসাশী হবো ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন