১৪ মে, ২০১৩

কবিতা - মোঃ সরায়ার জাহান

তোমার আকাশের নীল হৃদয়ে
মোঃ সরায়ার জাহান


কেশবতী কন্যা একবার এসো এই বাংলার নীলে, শুধু একবার !
দেখাব নীল আছে ঢের গঙ্গাফড়িঙ তারও বুক জুরে!
ভ্রান্তি বিলাশ মিশিয়ে সীমাহীন নীলিমায়
এখানে কিছু নেই অন্ধকার
নেই অরন্যে পন্থহীনতা
নেই স্বপ্নে কেঁপে কেঁপে ওঠা !
আছে কিছু কবিতার তীব্র আঁচ,
আঁচে ফুটতে থাকে খইয়ের মতো অন্তহীন রোদ্দুর !

কেশবতী একবার এসো, এসো এই নীল হৃদয়ে
অনেক কাল হলোতো পার
এখন নেই কোন চিহ্ন আর জীবনে,
নেই খবর কোন
টুকরো টুকরো ভেঙ্গে যাওয়া হৃদয়ের ,
দু’চোখে গভীর ঘুম তবু জেগে রই
হৃদয়ের তৃঞ্চায় নিশীথের অন্ধকারে
তৃপ্তির নেশায় আকন্ঠ করি পান
তোমারই চোখের রক্ষিত অশ্রুজল!

ও আমার প্রিয়তমা,
আর একবার এসো এই বাংলার নীলে সবুজের দেশে
আমিও রেখেছি,রেখেছি তুলে ক’ফুটা অশ্রুজল
কাঁচের ফ্রেমে বেঁধে সময় পেলে
নিয়ে যেও যুগল ঠোঁট ছুঁয়ে !

তাহলে ঠিক এনে দেব প্রিয়তমা বধু আমার,
এনে দেব গ্রীবার ছিন্ন ভিন্ন ইতিহাস
এনে দেব জনারণ্যে অতৃপ্তির জ্বালা
নির্জনতার নীল থেকে অন্তহীন হাওয়ায়
ফিরিয়ে দেব নীল সমুদ্র তোমার দু’চোখে!

শুধু একবার এসো এই বাংলার নীলে
তোমারই আকাশের নীল হৃদয়ে
দপ করে জ্বলে ওঠা হৃৎপিন্ডের জংধরা বারুদের বক্ষে ,
আর একবার ফিরে এসো প্রতীক্ষার প্রতিরোধ ভেঙ্গে
বাহু থেকে শীতের উত্তাপ নিয়ে
দু’ই উৎসুখ চোখের মিলনে ফিরে এসো প্রিয়া আমার
একাকিত্বের হাওয়ায় শিহরন জাগিয়ে
ফিরে আসার বার্তা নিয়ে এই বাংলার নীলে ,
নীল সন্ধ্যায় তোমার আকাশের নীল হৃদয়ে

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন