কথা
প্রিতম ভট্টাচার্য
কিছু কথা বলা যায় আবেগ নির্ভর,
কিছু কথা বুকে বিঁধে আয়ুক্ষয় করে।
অধিকারে ডানা পেয়ে সব পাখি ওড়েনা আকাশে।
আবার এমনও হয়,
ডানাহীন প্রাণীরাও উড়ে যায় সুদূর আকাশে
যেখানে অনেক পাখি যায়নি কখনও।
# # #
মেদ- মাংস মেধার আশ্রয়
নাকি মেধা থাকে অমলিন!
কঠিন প্রশ্নের কাছে গচ্ছিত ফিরে আসি
কসাইখানায়, ঝুরঝুর উড়ে যায় পাখনা রঙিন
শীতের বৃক্ষ থেকে ঝরে পড়া পাতা উষ্মাবিহীন
আমি যেন পড়ে আছি মাংস বিছিয়ে,
খসানো পাখনারা যেন আমারই প্রত্যয় অপ্রকাশিত কথা।
প্রিতম ভট্টাচার্য
কিছু কথা বলা যায় আবেগ নির্ভর,
কিছু কথা বুকে বিঁধে আয়ুক্ষয় করে।
অধিকারে ডানা পেয়ে সব পাখি ওড়েনা আকাশে।
আবার এমনও হয়,
ডানাহীন প্রাণীরাও উড়ে যায় সুদূর আকাশে
যেখানে অনেক পাখি যায়নি কখনও।
# # #
মেদ- মাংস মেধার আশ্রয়
নাকি মেধা থাকে অমলিন!
কঠিন প্রশ্নের কাছে গচ্ছিত ফিরে আসি
কসাইখানায়, ঝুরঝুর উড়ে যায় পাখনা রঙিন
শীতের বৃক্ষ থেকে ঝরে পড়া পাতা উষ্মাবিহীন
আমি যেন পড়ে আছি মাংস বিছিয়ে,
খসানো পাখনারা যেন আমারই প্রত্যয় অপ্রকাশিত কথা।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন