১৪ মে, ২০১৩

মুক্তপদ্য - সিপাহী রেজা

মানব পাখি
সিপাহী রেজা


ওটার পাখি পাখি মন । কোথাও গ্রীষ্মের শেষে , কোথায় বৃষ্টির দেশে , কোথাও ঝুম রোদের বেশে উবে যায় পৌষের মত ! পাখিটার প্রায়ই ঠাণ্ডা লাগে , কুয়াশায় হাঁচি আসে , জ্বরের ঘোরে আগুনতা পায়, কখনো উতরায় – ডিঙায় । পাখিটার পালক মরে গেছে , শরীর ফাঁপাটে , নখে কিছু রঙিন ক্ষতের ব্যবস্থাপত্র । হঠাৎ খুব চড়া দামে চলে গেলে দ্রুতগামী পালস্ , সে সব গুনতে গিয়ে টের পাই হাতে আঙুলের সংখ্যা কম ! তবুও পাখিটা কোমায় আছে ভেবে কোন মতে দাঁড়ায় , সবটুকু মরে গিয়ে বেঁচে যাওয়া ডানাদুটো এখনো যেন উড়ে যাওয়ার কথা কয় ...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন