চাঁদ পুড়ে যায়
পৃথা রায় চৌধুরী
বলতে আর দ্বিধা নেই
তোমাকে সবটুকু দিয়ে ভালবেসেছি
তুমিও বেসেছ জানি
সেদিন, যেদিন টালিগঞ্জ মেট্রোর সামনে
এক দেখায় চিনে নিলাম
একে অপরকে;
তারপর ইলশেগুঁড়ির নিচে পাশাপাশি হেঁটে
অনেকটা পথ পার হয়েও
দেখি ক্লান্তি নেই।
বারেবারে আঙুল ছুঁতে চেয়ে
নিজেকে দূরে সরিয়েছি
ভেবেছি ছোঁব আরেক দিন,
অন্য দিন।
ইচ্ছেদানি ভর্তি করে সাজালাম
আতর মাখিয়ে ইচ্ছেকুঁড়ি যত
বিরহী মিলনবেলায় সুখের অপূর্ণতা
কেটেছিল আগুনপাখির ডানায় ভর করে;
সুপুরিগাছের ওপর চাঁদ
পাতার উপশিরা বেয়ে
টুপটাপ জ্যোৎস্নাকুচি পাঠিয়েছিল
ধারা হয়ে মিশে গেছে তারা সব
মধ্যবর্তী বঙ্গোপসাগরে।
ঠোঁটের ওপরের আঁচিল
আজও জ্বলে যায়
আদিম শাশ্বত ছোঁয়ায়।
পৃথা রায় চৌধুরী
বলতে আর দ্বিধা নেই
তোমাকে সবটুকু দিয়ে ভালবেসেছি
তুমিও বেসেছ জানি
সেদিন, যেদিন টালিগঞ্জ মেট্রোর সামনে
এক দেখায় চিনে নিলাম
একে অপরকে;
তারপর ইলশেগুঁড়ির নিচে পাশাপাশি হেঁটে
অনেকটা পথ পার হয়েও
দেখি ক্লান্তি নেই।
বারেবারে আঙুল ছুঁতে চেয়ে
নিজেকে দূরে সরিয়েছি
ভেবেছি ছোঁব আরেক দিন,
অন্য দিন।
ইচ্ছেদানি ভর্তি করে সাজালাম
আতর মাখিয়ে ইচ্ছেকুঁড়ি যত
বিরহী মিলনবেলায় সুখের অপূর্ণতা
কেটেছিল আগুনপাখির ডানায় ভর করে;
সুপুরিগাছের ওপর চাঁদ
পাতার উপশিরা বেয়ে
টুপটাপ জ্যোৎস্নাকুচি পাঠিয়েছিল
ধারা হয়ে মিশে গেছে তারা সব
মধ্যবর্তী বঙ্গোপসাগরে।
ঠোঁটের ওপরের আঁচিল
আজও জ্বলে যায়
আদিম শাশ্বত ছোঁয়ায়।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন