১৪ মে, ২০১৩

কবিতা - কচি রেজা

ঘুম
কচি রেজা


ঘুমগুলো নিয়ে নাও, নাহয় ঘুমের ট্রাম এলে দিয়ে আসব নিজেই
মহাদেশের সব ঘুম কেন যে এক ই সাথে না হয়ে
এমন ভিন্ন

একফোঁটা চোখ তার পাতাদুটো খুলে রাখতে না পেরে মিশে যায়
গ্রীষ্মপ্রধান এই রাজধানীতে

চশমাময় অন্ধের কাচচোখে
অবিরাম অপমান সয়ে
কারো মহার্ঘতা আন্তরিক ধ্বংসে নতুন আঙ্গিকে আবার গড়ে তোলে
গ্রীবার ভঙ্গি,

এই প্রাপ্তি আমি বেদনার্ত ধারায় ভেবেছি রক্তের প্লাজমা
ঘুমগুলো আমি নিজেই ছুঁড়ে দেব, নইলে তুলে ফেলবো চোখ

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন