তৃষ্ণা
অনন্যা ব্যানার্জী
এভাবে আর কত লুকাবে মেঘের আড়ালে ?
মেঘের আড়াল থেকেও যে
চাঁদ উঁকি দেয় হৃদয়ের অভ্যন্তরে
তা কি তোমার অজানা ?
মেঘের আঁধার ভেদ করেও যে
আকাশে ভরা যৌবন আসে ,
রুপোলী চন্দ্রিমায় উত্তাল হয় ভরা গাঙ -
সে কি নিছক ই তোমার কাছে কথকতা ?
এভাবে কত দিন ই বা
নিছক ই খেলার ছলে
প্রেমে ভাসাবে আমায় ?
কণ্ঠের উত্তপ্ত নালী থেকে শোষণ করে নেবে
হৃদয়ের সকল প্রেমসুধা ?
আর তৃষ্ণার্ত আমায়
শব্দের প্রলোভনে মাতিয়ে রাখবে
সারা রাত জুড়ে -
ভাসিয়ে দেবে অধরা চুম্বনের গোপন বিলাসে ?
শেষ প্রহরে
চাতক পাখির তৃষ্ণায়
দিয়ে যাবে কয়েক ফোঁটা লোনা জল –
ঠিক এভাবেই বলতে পারো -
আর কতদিন , কতভাবে
রয়ে যাবে আমার সীমার বাহিরে ?
তোমাকে যে পেতে চাই প্রেম
হৃদয়ের মহাকাশ জুড়ে ,
আগুন স্পর্শের তীব্র দহনে
নিজেকে ছারখার করে
দিয়ে যেতে চাই হৃদয় নিঃশেষিত প্রেমের নির্যাস ,
আর দীর্ঘদিনের সঞ্চিত
প্রেমের মাধুর্যে ভরা কিছু স্বপ্ন ...||
অনন্যা ব্যানার্জী
এভাবে আর কত লুকাবে মেঘের আড়ালে ?
মেঘের আড়াল থেকেও যে
চাঁদ উঁকি দেয় হৃদয়ের অভ্যন্তরে
তা কি তোমার অজানা ?
মেঘের আঁধার ভেদ করেও যে
আকাশে ভরা যৌবন আসে ,
রুপোলী চন্দ্রিমায় উত্তাল হয় ভরা গাঙ -
সে কি নিছক ই তোমার কাছে কথকতা ?
এভাবে কত দিন ই বা
নিছক ই খেলার ছলে
প্রেমে ভাসাবে আমায় ?
কণ্ঠের উত্তপ্ত নালী থেকে শোষণ করে নেবে
হৃদয়ের সকল প্রেমসুধা ?
আর তৃষ্ণার্ত আমায়
শব্দের প্রলোভনে মাতিয়ে রাখবে
সারা রাত জুড়ে -
ভাসিয়ে দেবে অধরা চুম্বনের গোপন বিলাসে ?
শেষ প্রহরে
চাতক পাখির তৃষ্ণায়
দিয়ে যাবে কয়েক ফোঁটা লোনা জল –
ঠিক এভাবেই বলতে পারো -
আর কতদিন , কতভাবে
রয়ে যাবে আমার সীমার বাহিরে ?
তোমাকে যে পেতে চাই প্রেম
হৃদয়ের মহাকাশ জুড়ে ,
আগুন স্পর্শের তীব্র দহনে
নিজেকে ছারখার করে
দিয়ে যেতে চাই হৃদয় নিঃশেষিত প্রেমের নির্যাস ,
আর দীর্ঘদিনের সঞ্চিত
প্রেমের মাধুর্যে ভরা কিছু স্বপ্ন ...||
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন