১৪ মে, ২০১৩

কবিতা - অমিতাভ দাশ

যাপিত কবিতা
অমিতাভ দাশ


(১)
দুপুরে দুটোয় হাতঘড়ি ভুল করে ঢংঢংঢং
ঘন্টা বাজালে বারো-টি...আমি থতমত খেয়ে
এলোমেলো টমেটোগুলোকে কাটি ও কচি শসা
পায়রারা উড়ে যায়, গঙ্গার ঘাটে আছিল বসা...
প্রেম ও জীবনের বেমিশেল...রঙিন স্যালাড্!

()
সাধ্যমতো কথাদেওয়া ছিলো...দ্বিভাষী নও
বলে কি পারো না, বুঝতে পারো না?
ভাষা যে আলাদা ছিল তাও তো জানিনা!
আমার আহুতিবেলায় তাই ফাঁক থেকে যায়!
সংলাপে সংলাপে কতো বিমান দুর্ঘটনা
নিজেকে রেখেছি নিভিয়ে রানওয়ে আলো
ওড়ার আকাশ সব অভিমানে কালো!

()
আরো লিখতে গেলেই মেঘ...শুধু মেঘ
পুনর্নব হবো বলে আসতে কতো চাই
শুক্লপক্ষে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শব্দ গুলি
বেমানান চাঁদ হয়ে বলে যায় ক্লিশে...
হয়রানি থাকে? থাকে স্বপ্নময় ছাই?
আগে তো দেখিনি? ভালবেসে?

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন