১৪ মে, ২০১৩

কবিতা - মেঘবালিকা

স্বপ্নিল
মেঘবালিকা


যেমন দেখ,
পথেই দেখা সেই বাউণ্ডুলে দুরন্ত মুহূর্তের সাথে
হাত তার খালি , চোখে কিন্তু সুদূরের আহ্বান
স্বপ্ন বলে ভুল হতে পারে - এমনই তার জৌলুস ।
ভুল করলেই মরণ,
সাড়া দিলে তুমিও যাযাবর,
আর ছুঁয়ে দিলেই ' রূপকথা' ।
তেমনই ,
চলার পথে বীথির ছায়া ।
তার ফাঁক দিয়ে আকাশ যেন আরও নীল ,
পথ যেন মায়াময় ।
আকাশে দু-হাত ছড়িয়ে আবেশে গাইতেই পারো --
" আমার মুক্তি আলোয় আলোয় ..."
তারপর??
তারপর --
যদি হারিয়ে যাও ,তুমি পথিক ।
যদি ডাক দাও,তুমি ফেরিওয়ালা ।
যদি সঙ্গে নাও , সাজিয়ে রাখো --
তুমি 'স্বপ্নিল' ...তুমিই 'স্বপ্নিল'

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন