নিয়ম
ঝর্ণা চট্টোপাধ্যায়
বিষ্টুপদ সোরেন
তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে
থানায় হাজিরা দিতে যায়--
এটাই নাকি নিয়ম !
বিষ্টুপদর বৌ ধান ভানে,
জল তোলে,
দেয়ালে দেয় ঘুঁটে
রোদে মেলে দেওয়া তুষের ভিতর থেকে
ধান বাছে খুঁটে খুঁটে
ধানের বড় আকাল---
আকাশে মেঘ নাই
মেঘ নাইলে জল নাই,
জল নাইলে ধান নাই,
ধান নাইলে ভাত নাই...
থানার বাবুদের কাছে ধান আছে
গেল মাসে বিষ্টুপদর বড় বিটি
ওখানেই গেছে
ধানের আশায়--
যদি কিছু পায় !
তিনদিন পর খবর আসে
বড় বিটির লাশ পুকুরে ভাসে
‘হেই বাবু, দে আমার বিটি’
বিষ্টুপদ তার বৌ কে নিয়ে আছাড়ি-পিছাড়ি খায়
মারধর , মাথায় লাঠি
মকদ্দমা চলে বিষ্টুপদর নামে
বাপ নাকি বিটিকে থানার
বাবুদের হাতে দিতে চায়--!
এতবড় সাহস ! ধর ব্যাটাকে,
লাগাও হাতকড়ি !!
বড়বাবু বলে মেজকে, মেজ বলে
ছোট, আরও ছোট,ছোট...তার ছোটকে
সবাই মিলে হিঁচড়ে টেনে নিয়ে যায়
তারপর থেকে বিষ্টুপদ থানায় হাজরা দিতে যায়...
এটাই নাকি নিয়ম !
বিষ্টুপদর বৌ জল তোলে...........
ঝর্ণা চট্টোপাধ্যায়
বিষ্টুপদ সোরেন
তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে
থানায় হাজিরা দিতে যায়--
এটাই নাকি নিয়ম !
বিষ্টুপদর বৌ ধান ভানে,
জল তোলে,
দেয়ালে দেয় ঘুঁটে
রোদে মেলে দেওয়া তুষের ভিতর থেকে
ধান বাছে খুঁটে খুঁটে
ধানের বড় আকাল---
আকাশে মেঘ নাই
মেঘ নাইলে জল নাই,
জল নাইলে ধান নাই,
ধান নাইলে ভাত নাই...
থানার বাবুদের কাছে ধান আছে
গেল মাসে বিষ্টুপদর বড় বিটি
ওখানেই গেছে
ধানের আশায়--
যদি কিছু পায় !
তিনদিন পর খবর আসে
বড় বিটির লাশ পুকুরে ভাসে
‘হেই বাবু, দে আমার বিটি’
বিষ্টুপদ তার বৌ কে নিয়ে আছাড়ি-পিছাড়ি খায়
মারধর , মাথায় লাঠি
মকদ্দমা চলে বিষ্টুপদর নামে
বাপ নাকি বিটিকে থানার
বাবুদের হাতে দিতে চায়--!
এতবড় সাহস ! ধর ব্যাটাকে,
লাগাও হাতকড়ি !!
বড়বাবু বলে মেজকে, মেজ বলে
ছোট, আরও ছোট,ছোট...তার ছোটকে
সবাই মিলে হিঁচড়ে টেনে নিয়ে যায়
তারপর থেকে বিষ্টুপদ থানায় হাজরা দিতে যায়...
এটাই নাকি নিয়ম !
বিষ্টুপদর বৌ জল তোলে...........
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন