১৪ মে, ২০১৩

কবিতা - রণদেব দাশগুপ্ত

অন্যমনা
রণদেব দাশগুপ্ত


সারাটা দিন বৃষ্টিহীন
ঘিরেছে আজ যাকে-
অন্যমনা, তোমার ছায়া
পাঠালে না তো তাকে |
রৌদ্র জাগে আকাশঘরে
মেঘের জানালাতে-
অন্যমনা, হয়নি দেখা
আজকে তোমার সাথে |
ফিরেছে সব নদীর স্রোত
গোধূলি আহ্লাদে ;
পথের পাশে জেগেছে চড়া
সেথা কে ঘর বাঁধে ?
ব্যথাকে চেপে ছেলেটি তাই হৃদয়ে হাত রাখে-
অন্যমনা, তোমার চিঠি পাঠালে না তো তাকে ||

3 কমেন্টস্:

Unknown বলেছেন...

ব্যথাকে চেপে ছেলেটি তাই হৃদয়ে হাত রাখে-
অন্যমনা, তোমার চিঠি পাঠালে না তো তাকে || ---> বেশ বেশ…

SUDIP NATH বলেছেন...

সুন্দর অনুভূতির প্রকাশ

নামহীন বলেছেন...

সুন্দর একটি ই -পত্রিকা

একটি মন্তব্য পোস্ট করুন