ইন্দ্রনীল
অস্পষ্ট কথাগুলো, প্রবলেম নেটওয়ার্কে। মাঝেমধ্যে হ্যালো হ্যালো ,নরম সুর কেটে কেটে । ভোঁ ভোঁ শব্দে , তমসাচ্ছন্ন। জীবন টা যদিও বা। আধভাঙ্গা শব্দে জ্বালা করছে। শুনছি চুপচাপ অন্যমনস্ক। গ্রীক মিথলোজি ঘেঁটেছি। প্যারিসের মতো পারতাম যদি হেলেন কে পটাতে ? না না আকিলিস ই বেশি ভালো। শরীরের সাথে মন টা এলো মেলো, প্যারিসের সুর বাজে কানে।
"হলো কি, শুনতে পাচ্ছ?" তিক্ততা চলেছে ই বেড়ে , বহুদিন ধরে। শরীরের নেশায় ভীষণ লজ্জা ওর। চাই না আমি ও । ক্যানসেল টিকিটগুলো বিছানাতে। দীঘায় পারতাম , কটা দিন কাটাতে। যাক হলোই ভালো।
রেজিস্ট্রির কথা প্রতিদিন ঘোরায়। আর ভালো লাগা নেই হয়তো। বছর দশেক আগের, কলেজের তসলীমা, ছিল ভালো লাগা , অন্য এক টান,হয়তো ইতিহাস বলে মুছে গেছে সেসব। পাল্টেছে সব । লজ্জায় ভেসে চলেছে বৈরাগ্য । নেই শোনার ইচ্ছে । ভেসেছে দূর দূরান্তের ইতিহাস । আমাদের ইতিহাস ।
ওকে নিয়ে তখন লিখেছি কত। লতাপাতা স্পর্শ করে যেতো ওর গা। তবে ইচ্ছে করে না আজ। স্রেফ ইচ্ছে নেই।
কোলাহল কমেছে । খালি খালি কানটা । হলো কি? রেখে দিলো ফোনটা? না না প্রবলেম নেটওয়ার্কে !
অস্পষ্ট কথাগুলো, প্রবলেম নেটওয়ার্কে। মাঝেমধ্যে হ্যালো হ্যালো ,নরম সুর কেটে কেটে । ভোঁ ভোঁ শব্দে , তমসাচ্ছন্ন। জীবন টা যদিও বা। আধভাঙ্গা শব্দে জ্বালা করছে। শুনছি চুপচাপ অন্যমনস্ক। গ্রীক মিথলোজি ঘেঁটেছি। প্যারিসের মতো পারতাম যদি হেলেন কে পটাতে ? না না আকিলিস ই বেশি ভালো। শরীরের সাথে মন টা এলো মেলো, প্যারিসের সুর বাজে কানে।
"হলো কি, শুনতে পাচ্ছ?" তিক্ততা চলেছে ই বেড়ে , বহুদিন ধরে। শরীরের নেশায় ভীষণ লজ্জা ওর। চাই না আমি ও । ক্যানসেল টিকিটগুলো বিছানাতে। দীঘায় পারতাম , কটা দিন কাটাতে। যাক হলোই ভালো।
রেজিস্ট্রির কথা প্রতিদিন ঘোরায়। আর ভালো লাগা নেই হয়তো। বছর দশেক আগের, কলেজের তসলীমা, ছিল ভালো লাগা , অন্য এক টান,হয়তো ইতিহাস বলে মুছে গেছে সেসব। পাল্টেছে সব । লজ্জায় ভেসে চলেছে বৈরাগ্য । নেই শোনার ইচ্ছে । ভেসেছে দূর দূরান্তের ইতিহাস । আমাদের ইতিহাস ।
ওকে নিয়ে তখন লিখেছি কত। লতাপাতা স্পর্শ করে যেতো ওর গা। তবে ইচ্ছে করে না আজ। স্রেফ ইচ্ছে নেই।
কোলাহল কমেছে । খালি খালি কানটা । হলো কি? রেখে দিলো ফোনটা? না না প্রবলেম নেটওয়ার্কে !
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন