এসো আমার ঘরে এসো
(২২শে শ্রাবণ,কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য )
ডা.সুরাইয়া হেলেন
রবীন্দ্রনাথ,ওগো কবিগুরু ,
আবার তোমায় সমাপ্তি থেকে করবো শুরু !
শেষ হইয়া হইল না শেষ,
তোমার কাব্য,গল্প,গানের আবেশ !
“আমার সোনার হরিণ চাই,
আমার সোনার হরিণ চাই ।”
তাড়া কোরোনা সোনার হরিণের পেছনে,
দিক হারিয়ে,দিশা হারিয়ে,হারাবে গভীর বনে!
সূর্পনখা আসবে তেড়ে ,
নেবে তোমার সবই কেড়ে !
তুমি আর যেওনা সোনার হরিণের পেছনে !
“ভেঙে মোর ঘরের চাবি,নিয়ে যাবি কে আমারে?”
ওগো চাবিওয়ালা,এসো আমার ঘরের দ্বারে ।
ভাষার তালা,কাব্য তালা,গানের তালা,
খুলে দাও এসে,ওগো রবি চাবিওয়ালা!
“এসো আমার ঘরে এসো,আমার ঘরে…!
“ওগো নদী আপন বেগে পাগলপারা…”
আমি স্তব্ধ হতে চাই না গো চাঁপা তরু,
তোমার মতো হবো আজ তন্দ্রাহারা !
আমি নদী হতে চাই বেগবতী,নই শীর্ণা নদী,
ভাষার নদী,লেখনী নদী,আশার নদী !
ওগো কবিগুরু রবীন্দ্রনাথ,তাই তোমায়
আকুল হয়েই ডাকি আবার এতোদিন পরে,
“এসো আমার ঘরে এসো,আমার ঘরে !”
(২২শে শ্রাবণ,কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য )
ডা.সুরাইয়া হেলেন
রবীন্দ্রনাথ,ওগো কবিগুরু ,
আবার তোমায় সমাপ্তি থেকে করবো শুরু !
শেষ হইয়া হইল না শেষ,
তোমার কাব্য,গল্প,গানের আবেশ !
“আমার সোনার হরিণ চাই,
আমার সোনার হরিণ চাই ।”
তাড়া কোরোনা সোনার হরিণের পেছনে,
দিক হারিয়ে,দিশা হারিয়ে,হারাবে গভীর বনে!
সূর্পনখা আসবে তেড়ে ,
নেবে তোমার সবই কেড়ে !
তুমি আর যেওনা সোনার হরিণের পেছনে !
“ভেঙে মোর ঘরের চাবি,নিয়ে যাবি কে আমারে?”
ওগো চাবিওয়ালা,এসো আমার ঘরের দ্বারে ।
ভাষার তালা,কাব্য তালা,গানের তালা,
খুলে দাও এসে,ওগো রবি চাবিওয়ালা!
“এসো আমার ঘরে এসো,আমার ঘরে…!
“ওগো নদী আপন বেগে পাগলপারা…”
আমি স্তব্ধ হতে চাই না গো চাঁপা তরু,
তোমার মতো হবো আজ তন্দ্রাহারা !
আমি নদী হতে চাই বেগবতী,নই শীর্ণা নদী,
ভাষার নদী,লেখনী নদী,আশার নদী !
ওগো কবিগুরু রবীন্দ্রনাথ,তাই তোমায়
আকুল হয়েই ডাকি আবার এতোদিন পরে,
“এসো আমার ঘরে এসো,আমার ঘরে !”
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন