কবিগুরু
চৌধুরী ফাহাদ
তুমি শাশ্বত সুধার শুভ্র বাগান
মানব ধর্মের চির তরুণ আহ্বান
সত্যকে করেছ অমৃতে ভাস্বর
কলুষতাকে দণ্ড, জীবন যাযাবর।
তুমি সবুজের উপর অনাবিল ভোর
এক মাটির আকাশে বন্ধন ঘোর
তোমাতেই সাজে উৎসব রব
ধন্য নাতিশীতোষ্ণের ঋতু-সব।
তুমি কোটি প্রাণে এক গান
এক সূরে বেজে উঠা সত্যস্নান
বিপন্ন মানবতায় তুমি বিজয় কেতন
বিপদমুখে দাঁড়িয়ে হাসে হৃদয় চেতন।
তুমি কচিকাঁচায়, যৌবনেও দিয়েছ নাড়া
শ্যামল কোমল সবুজ বুকে ফেলেছ সাড়া
মাটি জল অবিরল, আকাশেও তুমি
ক্ষুদ্রবিন্দু থেকে বিশালসিন্ধু গিয়েছ চুমি।
তুমি প্রিয়প্রাণ, প্রিয় সুরে বাজা বংশী
কবিতায় বুনা স্বপ্নজালে মায়া পড়শি
তুমি মঙ্গলমায়া, হৃদয়ের সুললিত সুধা
তোমাতেই রঙ হাসে তোমাতেই মনবাঁধা।
তুমি শাশ্বত প্রেমের ধ্রুপদী গান
ভালোবাসাবাসি তোমাতেই পেয়েছে প্রাণ
মনজুড়ে মনোহরে ভরা সাম্যের সুর
তোমারই কণ্ঠে উড়ে শান্তির বানি সুমধুর।
তুমি স্বতন্ত্র মহাকাশে অমরতারা
স্বকীয়তায় গড়েছ সাহিত্যের ধারা
সব পথে পদধূলি পড়েছে কার?
বঙ্গভাষা তোমাতেই পেয়েছে অহংকার।
তুমি মহাকাল বুকে চিরন্তন শোভা
পৃথিবীর শেষেও জেগে থাকা আভা
তুমি বাংলার আকাশে জাগ্রত সূর্য
তুমি বাংলার অধিরাজ, কাব্যঅর্ঘ্য।
চৌধুরী ফাহাদ
তুমি শাশ্বত সুধার শুভ্র বাগান
মানব ধর্মের চির তরুণ আহ্বান
সত্যকে করেছ অমৃতে ভাস্বর
কলুষতাকে দণ্ড, জীবন যাযাবর।
তুমি সবুজের উপর অনাবিল ভোর
এক মাটির আকাশে বন্ধন ঘোর
তোমাতেই সাজে উৎসব রব
ধন্য নাতিশীতোষ্ণের ঋতু-সব।
তুমি কোটি প্রাণে এক গান
এক সূরে বেজে উঠা সত্যস্নান
বিপন্ন মানবতায় তুমি বিজয় কেতন
বিপদমুখে দাঁড়িয়ে হাসে হৃদয় চেতন।
তুমি কচিকাঁচায়, যৌবনেও দিয়েছ নাড়া
শ্যামল কোমল সবুজ বুকে ফেলেছ সাড়া
মাটি জল অবিরল, আকাশেও তুমি
ক্ষুদ্রবিন্দু থেকে বিশালসিন্ধু গিয়েছ চুমি।
তুমি প্রিয়প্রাণ, প্রিয় সুরে বাজা বংশী
কবিতায় বুনা স্বপ্নজালে মায়া পড়শি
তুমি মঙ্গলমায়া, হৃদয়ের সুললিত সুধা
তোমাতেই রঙ হাসে তোমাতেই মনবাঁধা।
তুমি শাশ্বত প্রেমের ধ্রুপদী গান
ভালোবাসাবাসি তোমাতেই পেয়েছে প্রাণ
মনজুড়ে মনোহরে ভরা সাম্যের সুর
তোমারই কণ্ঠে উড়ে শান্তির বানি সুমধুর।
তুমি স্বতন্ত্র মহাকাশে অমরতারা
স্বকীয়তায় গড়েছ সাহিত্যের ধারা
সব পথে পদধূলি পড়েছে কার?
বঙ্গভাষা তোমাতেই পেয়েছে অহংকার।
তুমি মহাকাল বুকে চিরন্তন শোভা
পৃথিবীর শেষেও জেগে থাকা আভা
তুমি বাংলার আকাশে জাগ্রত সূর্য
তুমি বাংলার অধিরাজ, কাব্যঅর্ঘ্য।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন