মৃত্তিকা ঋণ
মোহাম্মদ আন্ওয়ারুল কবীর
মৃত্তিকার কাছে আমার যত ঋণ
শোধাতে কি পারি !
মনু নদী আজো তোলে ধ্বনি কুলুকুলু
তীরে পোঁতা নাড়ি জানে কাহন
মা ও মাটির মায়ায় ছড়িয়েছি শেকড় ।
শ্মশানঘাটে পোড়ে মড়া, ছাই হয়ে উড়ে দেহ
জন্মস্মারক নাভি থেকে যায় তবু
মমতায় পলিমাটি তোলে নেয় কোলে।
দেনায় দেনায় বাড়ে শুধু দেনা ।
মৃত্তিকা, নিশ্চিত জানি আমি
সহসাই ফুরোবে এই দিন -
মাটির পুতুল মাটিতে যায় মি
একদিন আমিও হয়ে যাব মৃত্তিকা
ফলাবো ফসল।
মৃত্তিকার কাছে মৃত্তিকা তবু থাকে ঋণী ।
মোহাম্মদ আন্ওয়ারুল কবীর
মৃত্তিকার কাছে আমার যত ঋণ
শোধাতে কি পারি !
মনু নদী আজো তোলে ধ্বনি কুলুকুলু
তীরে পোঁতা নাড়ি জানে কাহন
মা ও মাটির মায়ায় ছড়িয়েছি শেকড় ।
শ্মশানঘাটে পোড়ে মড়া, ছাই হয়ে উড়ে দেহ
জন্মস্মারক নাভি থেকে যায় তবু
মমতায় পলিমাটি তোলে নেয় কোলে।
দেনায় দেনায় বাড়ে শুধু দেনা ।
মৃত্তিকা, নিশ্চিত জানি আমি
সহসাই ফুরোবে এই দিন -
মাটির পুতুল মাটিতে যায় মি
একদিন আমিও হয়ে যাব মৃত্তিকা
ফলাবো ফসল।
মৃত্তিকার কাছে মৃত্তিকা তবু থাকে ঋণী ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন