১৪ মে, ২০১৩

কবিতা - কামরুল হাসান মামুন

আবোল - তাবোল
কামরুল হাসান মামুন



এমন কোন দৈববাণী উচ্চারিত হয়নি- যা
মৃত্যু আর খুনের তফাৎ ঘোচাবে ।
এমন কোন সংবিধান ঘোষিত নয়- যা
জন্মের অধিকার হরণ করে ।
কোন সে কু-চক্রী প্রথম দিয়েছে ভাগ্যলিপির দায় ?

সপ্তম রাত্রি পরে ফের জেগে উঠে-
আহ, দুঃস্বপ্নের রেখাপাত হল বুঝি !
না- কথাটা একটু পরেই বলব -
উচ্ছ্বাস আর বিষাদ দুই-ই নিজস্ব অধিকার ।
যদিও ‘অধিকার’ শব্দটি যথেষ্ট আপত্তিকর !
সে কি পেরেছে বাসনার রাহুমুক্তি ? পারবে ?

জীবনের বাণিজ্য-করন শেষে
কিছু প্রশ্ন উঠে এলে কবিতার খাতায় -
আহ, তৃপ্তির ঢেঁকুর উঠে মনে !
শিশু-বেলার বর্ণমালা ইষ্ট ওয়েস্ট ঘুরে
মায়ের দুপুর বেলার কড়াইয়ে ফ্রাই হতে দেখি ।
একজন কবির আমিত্বের স্বপ্ন
পিষ্ট হয় বাবার অস্থির পায়চারীতে ।

মাসিক মাইনে হতে কাটা ইনকাম ট্যাক্স -
বিদ্যুতের বিল কিংবা সেতুর টোল নিশ্চিত করে কি ?
না- না- না- এসব একজন কবির ভাববার কথা নয় !
সপ্তম রাত্রি শেষে এভাবেই কবিতাকে জীবনে বিলীন হতে দেখি ।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন